Howrah News: পতাকা কয়েনের বিরাট সংগ্রহ! এর বিশেষত্ব জানলে অবাক হবেন আপনিও
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
কয়েনে পতাকা সংগ্রহের নেশায় মেতেছে হাওড়ার ইন্দ্রনাথ! ছেলেবেলায় মা -বাবার দেওয়া দু'আনা তিন আনা পয়সা জমানোর অভ্যাসই পরবর্তী সময়ে কয়েন সংগ্রহের নেশায় পরিণত হয়েছে। বর্তমানে তাঁর ঝুলিতে দেশি-বিদেশি দুষ্প্রাপ্য মুদ্রার সিরিজ তাঁর সংগ্রহে।
হাওড়া: কয়েনে পতাকা সংগ্রহের নেশায় মেতেছে হাওড়ার ইন্দ্রনাথ! ছেলেবেলায় মা -বাবার দেওয়া দু’আনা তিন আনা পয়সা জমানোর অভ্যাসই পরবর্তী সময়ে কয়েন সংগ্রহের নেশায় পরিণত হয়েছে। বর্তমানে তাঁর ঝুলিতে দেশি-বিদেশি দুষ্প্রাপ্য মুদ্রার সিরিজ তাঁর সংগ্রহে। প্রাচীন ভারতবর্ষে মোঘল আমল থেকে ব্রিটিশ শাসন কালে সে সময় প্রচলিত দুষ্প্রাপ্য মুদ্রা রয়েছে তাঁর সংগ্রহে। তবে এই কয়েন সংগ্রহের মধ্যে অন্যতম হল এই কয়েন পতাকা।
আজাদি কা অমৃত মহোৎসব! ভারতবর্ষে স্বাধীনতার ৭৫ বছর পালন হয়েছিল দেশজুড়ে। স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে পাঁচ টাকা, দশ টাকা ও কুড়ি টাকার কয়েনের মধ্যে পতাকার ছবি রাখা হয়েছিল। সেই সমস্ত কয়েনও স্থান পেয়েছে তাঁর সংগ্রহে। স্বাধীন ভারতবর্ষের পতাকা কয়েন যেমন তিনি রেখেছেন, পাশাপাশি পরাধীন ভারতবর্ষেও নানা পতাকা কয়েন রয়েছে ইন্দ্রনাথ বাবুর সংগ্রহে।
advertisement
advertisement
এ প্রসঙ্গে সংগ্রাহক ইন্দ্রনাথ বাড়ুই জানান, স্বাধীনতার ৭৫ বর্ষ উৎযাপন। দেশের প্রধানমন্ত্রীর পতাকার প্রতি প্রেম। আরও বেশি করে উৎসাহ যুগিয়েছে এই পতাকা কয়েন সংগ্রহতে। তিনি আরও জানান, কয়েনের মধ্য দিয়ে যেমন ইতিহাসকে জানা। সেই সঙ্গে কয়েনে পতাকার মধ্য দিয়ে মানুষের পতাকা প্রেম জাগবে বলেই তিনি মনে করেন। ইন্দ্রনাথ বাবুর সংগ্রহে স্থান পেয়েছে পঞ্চাশ পয়সা, এক টাকা, দু টাকা, পাঁচ টাকা, দশ টাকা এবং কুড়ি টাকার পতাকা কয়েন।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 2:15 PM IST