Howrah News: শুধু শিক্ষা দেওয়া নয়, মেধাবী ছাত্রছাত্রীদের জন‍্য ‘এই কাজ’ করেন হাওড়ার শিক্ষক

Last Updated:

দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের সফলতার শিখরে পৌঁছে দেওয়াই লক্ষ্য শিক্ষকের, অসহায় ছাত্র বা ছাত্রীর পাশে থেকে গ্রামাঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দেওয়ায় ব্রতী শিক্ষক

+
title=

হাওড়া: দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের সফলতার শিখরে পৌঁছে দেওয়াই লক্ষ এই শিক্ষকের। অসহায় ছাত্র বা ছাত্রীর পাশে থেকে গ্রামাঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দেওয়ায় ব্রতী শিক্ষক। তার এই কাজের সুবাদে উলুবেড়িয়া তার পার্শ্ববর্তী এলাকার মানুষ এক নামেই শিক্ষক তরুণ ধারাকে চেনেন ।
বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী, একজন সমাজ গড়ার কারিগর তিনি।উলুবেড়িয়ার ও আমতার মধ্যবর্তী গ্রামীণ এলাকার বেশির ভাগ পরিবার অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া। স্থানীয় মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। বহু পরিবারে অর্থনৈতিক অভাবে মাঝপথেই থমকে যায় ছেলে মেয়েদের লেখাপড়া। অর্থাভাবে বহু প্রতিভা বিকশিত হবার আগেই মাঝ পথে থেমে যায়। সে কথা উপলব্ধি করেই শিক্ষক তরুণ ধারা কয়েকজন সহযোদ্ধা শিক্ষককে নিয়ে তার এই লড়াই চালিয়ে যাচ্ছেন।
advertisement
advertisement
শিক্ষক তরুণ মন্ডল জানান অর্থ উপার্জন নয়, গ্রামে শিক্ষার আলো জ্বালানোই হলো মূল লক্ষ্য। গ্রামের ছেলে মেয়েদের নিয়ে শিক্ষা দানের পাঠশালা গড়েন। কয়েক বছর কাটতে না কাটতেই একের পর এক সফলতা। শিক্ষকের প্রচেষ্টায় হতদরিদ্র পরিবারেও ছেলেমেয়েরাও উচ্ছে শিক্ষার স্বপ্ন দেখার ভরসা পায়।
এবার উচ্চমাধ্যমিকের ফলাফল আরও চমকপ্রদ ফল। পাঁচজন ছাত্র-ছাত্রী আশি থেকে নব্বই শতাংশ নম্বর পেয়েছে। কৃতি ছাত্র বা ছাত্রীদের দের অনেকেরই অর্থনৈতিক সমস্যা রয়েছে পরিবারে। এমনও রয়েছে কারও লেখাপড়ার খরচ যোগানোতো দূরের কথা, দুবেলা খাবার জোগাতেই হিমশিম খেতে হয় পরিবারকে। তবে সব বাধা বিপত্তি পেছনে ঠেলে সফলতার শিখরে ওরা। এই সফলতার পেছনে অক্লান্ত পরিশ্রম তো রয়েছে। তবে ছাত্র-ছাত্রীদের মুখে জানা যায়, প্রধান শিক্ষক তরুণ ধারা ছাড়া এই সফলতা সম্ভব হতো না।
advertisement
অনন্যা কাঁজি এবং হাসিমা খাতুন এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায ৪৬০ এবং ৪৫০ নম্বর পেয়েছে। অনন্যা এবং তার পরিবার জানায়, শিক্ষক তরুণ ধারার সহযোগিতা ছাড়া এক প্রকার অসম্ভব ছিল। শুধু অনন্যা নয় এরকম অনেকেই রয়েছেন। যাদের বিনামূল্যে টিউশন শিক্ষা সামগ্রী থেকে নানা ভাবে সহযোগিতা করেন তরুণ বাবু।বর্তমান সময়ে এমন শিক্ষক সত্যিই অমিল বলছেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: শুধু শিক্ষা দেওয়া নয়, মেধাবী ছাত্রছাত্রীদের জন‍্য ‘এই কাজ’ করেন হাওড়ার শিক্ষক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement