Howrah News: নৃশংস, বাবাকে থেঁতলে খুন করল ছেলে! নেশাই কি কাল হল?

Last Updated:

বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে, এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ার জগন্নাথপুর এলাকায়, জানা গেছে মৃতের নাম তপন মন্ডল বয়স ৫৮

হাওড়া: বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ার জগন্নাথপুর এলাকায়। জানা গেছে মৃতের নাম তপন মন্ডল। বয়স ৫৮ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর গ্রামের বাসিন্দা কুমারেশ মন্ডল প্রায়শই নেশা করতেন। নেশাগ্রস্থ অবস্থায় বাড়িতে এসে মাঝেমধ্যেই পরিবারের লোকজনদের সঙ্গে ঝামেলা করতেন তিনি।
অভিযোগ, অন্যান্য দিনের মতোই বুধবার রাতে বাড়িতে এসে বাবার সঙ্গে ঝামেলা করে কুমারেশ। তবে এদিনের এই ঘটনা যে এতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে তা মোটেও আন্দাজ করতে পারেনি এলাকার মানুষ। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় কুমারেশের বাবার নিথর দেহ।
advertisement
advertisement
অভিযোগ, রাতেই কোনও কিছু দিয়ে বাবা তপন মন্ডলকে থেঁতলে খুন করেছে ছেলে কুমারেশ মন্ডল। সকালে তা জানাজানি হতেই বাড়ি থেকে পালাতে চেষ্টা করে কুমারেশ। কিন্তু সেই চেষ্টা বৃথা কুমারেশকে ধরে ফেলে স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজাপুর থানার পুলিশ। পুলিশের হাতে কুমারেশকে তুলে দেন স্থানীয়রা। ঠিক কী কারণে এই খুন? কী ভাবে বাবা তপন মন্ডল খুন। কেনই বা খুন করল ছেলে সেবিষয়ে এখনও কিছু স্পষ্ট করে জানা যায়নি।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: নৃশংস, বাবাকে থেঁতলে খুন করল ছেলে! নেশাই কি কাল হল?
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement