Howrah News Ratha Yatra: শুলাটি রথের মেলার আসল আকর্ষণ ‘এই জিনিস’! ২০০ বছর ধরে টিকে আছে ঐতিহ্য

Last Updated:

পেরিয়েছে দু শতাব্দী, আজও শুলাটি রথের মেলায় দেখা মেলে সারি সারি মাটির পুতুল৷ মাটির খেলনার পসরা, শুলাটি ঘোষ জমিদার বাড়ির ২০০ বছর প্রাচীন রথ৷

+
শুলাটি

শুলাটি রথের মেলার আসল আকর্ষণ ‘এই জিনিস’! ২০০ বছর ধরে টিকে আছে ঐতিহ্য

হাওড়া: পেরিয়েছে দু শতাব্দী, আজও শুলাটি রথের মেলায় দেখা মেলে সারি সারি মাটির পুতুল মাটির খেলনার পসরা। শুলাটি ঘোষ জমিদার বাড়ির ২০০ বছর প্রাচীন রথ। বাংলা বিখ্যাত শুলাটি ঐতিহ্যবাহী এই রথ। জমিদারি আমলে এই রথের চাকচিক্য ছিল চোখে পড়ার মত। শোনা যায়, সে সময় ঘোষ বাড়ির রথকে কেন্দ্র করে ন’দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হত। বসত পুতুল নাচের আসর। জেলার বিভিন্ন প্রান্ত থাকে মানুষ আসত। জানা যায়, হুগলীর মাহেশের রথের সমতুল্য ছিল শুলাটি ঘোষ বাড়ির রথ।
কালের নিয়মে বয়ে গেছে বহু ঝড় ঝাপটা। তবে সেকাল থেকে একাল শুলাটি রথের মেলা জমজমাট। রথ উপলক্ষে শুলাটি মাঠে মেলার আসর বসে ন’দিন যাবত। পুরনো ছন্দে জিলিপি, পাপড়, পেয়াজি, পাকা কাঁঠাল সেই সঙ্গে ছেলেবেলার মূল আকর্ষণ মাটির পুতুল মাটির খেলনা। শুলাটি রথে বিখ্যাত মাটির খেলনা এবং চারা গাছ।
advertisement
এই মেলায় ছোট বড় প্রায় ২০০ থেকে ২৫০ টি দোকান বসে। তবে কয়েক বছর আগে পর্যন্ত মাটির খেলনা বা চারা গাছের পসরা বসত অনেক। বর্তমানে ৮-১০ জন মাটির জিনিস নিয়ে আসেন মেলায়। কয়েক জন আসেন চারা গাছ নিয়ে। মেলায় পসরা সাজিয়ে বিকেল থেকে শুরু হয় বেচাকেনা। পুরুষ মহিলা উভয়ে মেলায় এসে মাটির জিনিস বিক্রি করেন। মাটির হাড়ি, করাই, পাত্র, উনুন, শিল, নোড়া, হাতা, খন্তি, বোকাভার, মাটির পুতুল এবং মাটির তৈরি মূর্তি। এই সমস্ত জিনিস মেলার বেশ কিছুদিন আগে থেকে তৈরি করতে শুরু করেন বিক্রেতারা।
advertisement
আধুনিক যুগে নানা রকমের রঙ বেরঙের খেলনার মাঝেও এই মেলায় ছোটোদের নজর কাড়ছে মাটির খেলনা। সারা বছরে এই মেলার অপেক্ষায় থাকেন বিক্রেতারা। বিক্রেতা গৌতম পাল যিনি প্রায় পঞ্চাশ বছর এই মেলায় আসছেন। মাটির জিনিস নিয়ে। গৌতম বাবু জানান, তখন এক হাঁটু জল কাদা পার করে বাবার সঙ্গে মেলায় আসতাম দোকান দিতে। তখন চাহিদাও ছিল বেশ।বিক্রেতা ছবি পাল জানান, নিজে হাতে মাটির খেলনা তৈরি করে নিয়ে এসেছি। প্রায় কুড়ি পঁচিশ বছর মেলায় আসছি। তিনি আরও জানান, যেমন আগে চাহিদা ছিল বর্তমানেও প্রায় একই রয়েছে চাহিদা।
advertisement
শৈশবের মাটির খেলনা স্মৃতি খুঁজতে অনেকেই এই রথের মেলায় আসেন বলেও জানালেন কেউ।এ প্রসঙ্গে ঘোষ জমিদার বাড়ির সদস্য পিন্টু ঘোষ জানান, শুলাটি ঘোষ বাড়ির রথের মেলার ঐতিহ্য হল মাটির খেলনা এবং চারা গাছ। এই রীতি ২০০ বছর ধরে চলে আসছে। যে সমস্ত জিনিস অন্য কোথাও মেলে না তা এখানে মিলে তার টানেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে হাজির হন মেলায়।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News Ratha Yatra: শুলাটি রথের মেলার আসল আকর্ষণ ‘এই জিনিস’! ২০০ বছর ধরে টিকে আছে ঐতিহ্য
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement