Howrah News: 'বাজার করার বাইক' বলে কটাক্ষ করেছিলেন বন্ধুরা, সেই বাইক নিয়ে হিমালয় পৌঁছলেন বৃদ্ধ

Last Updated:

৫৭ বছরে হিমালয় প্রদক্ষিণ করে বাড়ি ফিরলেন হাওড়ার শঙ্কর বন্দ্যোপাধ্যায়৷

+
title=

#হাওড়া: বয়স শুধু সংখ্যা মাত্র, আসল তো মন৷  ৫৭ বছরে হিমালয় প্রদক্ষিণ করে বাড়ি ফিরলেন শঙ্কর বন্দ্যোপাধ্যায়৷ বন্ধুরা ১০০ সিসির হিরো আই-স্মার্ট বাইকটিকে 'বাজার করার বাইক' বলে কটাক্ষ করেছিল। সেদিন থেকেই মনে জেদের সঞ্চার হয়েছিল৷ তারপর হিমালয়ের প্রতি একটা অপরিমেয় ভালবাসা। সাধারণ১০০ সিসির বাইক নিয়ে হিমালয়ের চারপাশ ঘুরে এলেন এক ৫৭ বছরের প্রৌঢ়।
দীর্ঘ ৯৭ দিনের সফরে সেরে সম্প্রতি বাড়ি ফিরেছেন শঙ্করবাবু। জালালেন, এখনও তাঁর দুটো চোখে ভাসছে নেপালের লুসতাং-এ ঘটে যাওয়া ধস, চোখের সামনের ৬টি দুর্ঘটনা। এসব কাটিয়ে বাড়ি ফিরেছেন স্বামী, এটা জেনেই গর্বিত তাঁর স্ত্রী।
হিমালয়ের প্রতি একটা ভালবাসা ছোট থেকেই ছিল শঙ্করবাবুর। সেই থেকেই ইচ্ছার পিছনে ছুটছেন তিনি৷ বয়সের ক্যালেন্ডারে অনেকটা সময় এগিয়ে গেলেও  ছুঁতে পারেনি বার্ধক্যজনিত ক্লান্তি। ইতিমধ্যে ভারত জুড়ে ৪টি সফর সেরে ফেলেছেন তিনি। কখনও এই বাইক নিয়ে ছুটে গিয়েছেন লাদাখ, কখনও অরুণাচল, কখনও আবার গঙ্গার গতিপথ ধরে। তবে শুধুমাত্র সফর নয়, প্রতিবারই নানা সামাজিক বার্তা নিয়ে ঘুরে বেরিয়েছেন তিনি। লাদাখে প্লাস্টিক মুক্তির বার্তা, গঙ্গা সাফাইয়ের বার্তা ছিল তাঁর সফরনামায়।
advertisement
advertisement
এবার হিমালয়কে দূষণমুক্ত করার লক্ষ্যে গত ২০ অগাস্ট বাড়ি থেকে এই সফরের যাত্রা শুরু করেছিলেন। ৯৭দিনের হিমালয় প্রদক্ষিণের অভিজ্ঞতা৷ এই সফরে হোটেলকর্মী থেকে ট্রাক ড্রাইভার সকলের ভাল ব্যবহার পেয়েছেন তিনি। তবে শঙ্করবাবুর চোখে এখন একটাই স্বপ্ন, 'পৃথিবী হোক দূষণমুক্ত, হিমালয় হোক দূষণমুক্ত, সুন্দর হোক প্রকৃতি'।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: 'বাজার করার বাইক' বলে কটাক্ষ করেছিলেন বন্ধুরা, সেই বাইক নিয়ে হিমালয় পৌঁছলেন বৃদ্ধ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement