Howrah News: ঝড়ে ভেঙে পড়া গাছে হঠাৎ গজাচ্ছে কচি পাতা! ডাল-পালা! অবাক ঘটনা! জানুন

Last Updated:

Howrah News: গাছের পুনর্জন্ম! ঝড়ের দাপটে লুটিয়ে পরা গাছ ক্রেনের  সাহায্যে আবার খাড়া হয়ে দাঁড়াচ্ছে জন্মাচ্ছে কচিপাতা বাড়ছে শাখা-প্রশাখা এভাবে ৮০% মিলছে সফলতা

+
ঝড়ে

ঝড়ে পড়ে যাওয়া গাছ

হাওড়া: মাটিতে লুটিয়ে পড়া গাছ খাড়া করে নবজন্ম। ঝড়ের দাপটে প্রকান্ড গাছ শিকড় উপড়ে লুটিয়ে পরে মাটিতে। এমন ঘটনা বহু, ঝড়ে উপড়ে পড়া গাছ সাধারণত কেটে ফেলতে দেখা যায়। তবে পরিবেশের প্রতি একটু সজাগ মনোভাব থাকলে। সেক্ষেত্রে ওই বড় গাছ কেটে সেই স্থানে একটি ছোট চারা গাছ লাগানো হয়। এমন ঘটনাই সাধারণ ভাবে ঘটে। তবে সেই পড়ে থাকা গাছকে যে আবার পুনরায় টিকিয়ে রাখা সম্ভব। তা হয়ত অনেকের অজানা। ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছকে এভাবে টিকিয়ে রাখার চেষ্টা করা হয় তাহলে অনেকটাই সুস্থ থাকবে পরিবেশ। এতে সফলতা ও প্রায় ৮০ শতাংশ। ঝরে পড়ে যাওয়া গাছ বড় ক্রেনের মাধ্যমে খাড়া করা তাতে প্রায় ৮০ শতাংশ সফলতা।
যেকোনও ঝড় বড় গাছেই প্রথম আঘাত হানে। তার ফলেই ক্ষতিগ্রস্ত হয় বড় গাছ। ২০২০ সালের ২০ মে আনফান ঘূর্ণিঝড়ের যে ভয়াবহ তাণ্ডব লীলা। তাতে যেভাবে জেলার বিভিন্ন প্রান্তে ক্ষতের সৃষ্টি হয়েছিল। তা আজও রয়ে গেছে। যেভাবে প্রকৃতির উপর ক্ষত চিহ্ন রেখে গেছে তা আগামী কয়েক দশকে পূরণ  হওয়া অসম্ভব প্রায়। বিশেষ করে জেলার বহুল অংশে বড় গাছের বেশিরভাগ ভেঙে পড়েছে বা উপরে পড়তে দেখা গেছে।
advertisement
advertisement
আমফান ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতি হয়েছিল হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে। প্রায় ২০০০ গাছ মাটিতে লুটিয়ে পড়ে ঝড়ের দাপটে। এই সমস্ত গাছের কোনটি গুণগত দিক থেকে আবার কোনটি শতাব্দী প্রাচীন আবার কোনটি বিদেশি রেয়ার প্রজাতি। সব মিলিয়ে যাদের গুরুত্ব এই গার্ডেনে অসীম। লুটিয়ে পড়া গাছকে খাড়া করে পুনর্জন্ম। আমফান ঘূর্ণিঝড়ের কিছুদিন পর দেখা যায় শুয়ে পড়া গাছে নতুন পাতার জন্ম। তা দেখেই সেই সমস্ত গাছের অবস্থা বুঝে নতুন করে তুলে দাঁড় করানোর চেষ্টা। আমফান পরবর্তী সময় থেকে এক এক করে বহু গাছ ক্রেনের মাধ্যমে তুলে দাঁড় করানো সম্ভব হয়েছে। উপযুক্ত যত্ন নেওয়ায় পরবর্তী সময় দেখা গেছে। সেসব গাছে আবার নতুন পাতা শাখা-প্রশাখা মেলে বেড়ে উঠছে।
advertisement
আরও পড়ুন:
এই প্রসঙ্গে, বোটানিক্যাল গার্ডেন জয়েন্ট ডাইরেক্টর ড: দেবেন্দ্র সিং জানান, যে গাছ গুলি বাঁচানো সম্ভব। যে সমস্ত গাছ উপরে পড়েছে অথচ মাটির সঙ্গে শিকড় বেঁচে থাকার মত অবস্থায় রয়েছে। বিশেষ করে যে সমস্ত গাছের সংখ্যা কম এবং গুরুত্ব বেশি রয়েছে। সেই সমস্ত গাছকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন ভাবে বৃক্ষ রোপনের পাশাপাশি বড় ক্রেনের সাহায্যে, পড়ে যাওয়া প্রকাণ্ড গাছকে আবার পুনরায় তুলে দাঁড় করানো সম্ভব হচ্ছে। এ ভাবে গাছ সোজা করার পর প্রায় ৮০ শতাংশ সফলতা রয়েছে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ঝড়ে ভেঙে পড়া গাছে হঠাৎ গজাচ্ছে কচি পাতা! ডাল-পালা! অবাক ঘটনা! জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement