Howrah News: বাড়িতে একটি গাছ লাগালেই কেল্লাফতে, বাগান নষ্ট করতে জীবনেও আসবে না হনুমানের দল

Last Updated:

Howrah News: ছাদ বাগানে হনুমানের তাণ্ডব! ঠেকাবেন কী করে? র‌ইল মোক্ষম দাওয়াই।

+
এই

এই সেই গাছ

হাওড়া: ছাদ বাগানে হনুমানের তাণ্ডব থামানো হবে গাছ দিয়ে! বহু ব্যস্ততার মাঝেও সখের ছাদ বাগান তৈরি। তবে শখের সেই বাগান নিরাপদ নয়। নিমিষেই হনুমানের তাণ্ডবে সাজানো বাগান তছনছ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাগান মালিকদের। কখনও গাছের কচি পাতা ফল ফুল। আবার আস্ত গাছ চিবিয়ে নীচে লুটিয়ে দিচ্ছে। কিন্তু জানেন কি, সহজেই ছাদ বাগান হবে হনুমানের তাণ্ডব মুক্ত!
বর্তমান সময়ে ছাদ বাগান তৈরির প্রবণতা দারুন ভাবে বেড়ে চলেছে। বহু ব্যস্ততার মাঝেও বাগান তৈরিতে মনোযোগী বহু মানুষ। বিশেষ করে এই বর্ষায় গাছ লাগানোর আদর্শ সময়। ফলে এই সময় নার্সারি গুলিতে ভিড় লক্ষ্য করা যায়। ফল, ফুল বা বাহারি গাছ দেখা যায় বাগান জুড়ে।
গাছ ছোট থেকে লালন-পালন করার পর ফল ফুলের অপেক্ষায় দিন গনা। তার পর গাছে ফুল ফল দেখে এক অসাধারণ অনুভুতি। যে অনুভূতি বোঝে শুধু মাত্র যারা শিশুর মত চাড়া গাছকে যত্নে বড় করে। তারাই বোঝে বাগান তৈরির আনন্দ। তবে সেই অগাধ আনন্দের ভান্ডারে হঠাৎই কালো মেঘ নেমে আসে হনুমানের তাণ্ডবে। সযত্নে সাজানো বাগান লন্ডভন্ড হয়ে যায় নিমিষে। যদিও ছাদবাগান রক্ষা করতে জাল লাগানো বা একাধিক উপায় অবলম্বন করেও নিস্তার মেলেনি। অনেকাংশে বহু মানুষ হনুমানের দাপটের হতাশ হয়ে পড়েছে বাগান তৈরিতে।সেই দিক থেকে খুব সহজ উপায়ে ছাদবাগান রক্ষা করা যেতে পারে।
advertisement
advertisement
এমন একটি গাছ যে গাছের ধারে কাছেও হনুমান আসে না। যে গাছ ছাদে লাগালে হনুমানের দল ধারে কাছে ঘেষবে না। এই গাছ হল খুব সহজলভ্য অ্যাডেনিয়াম। ছাদ বাগানে চতুর্দিকে এডেনিয়াম গাছ লাগিয়ে প্রায় পাঁচ বছর হনুমানের তাণ্ডব মুক্ত হাওড়া জগাছার নিরঞ্জন বাবু। তিনি জানালেন, একসময় গোলাপ ও অন্যান্য গাছের ছাদ বাগান তৈরি করা। সেই বাগানে মাঝেমধ্যেই হনুমান এসে তাণ্ডব চালাত। একসময় এত বেশি ক্ষতির পরিমাণ বেড়ে যায়। ছাদে গাছ লাগানোই বন্ধ করে দেয়া হয়েছিল প্রায় দু বছর।
advertisement
পরে গবেষণা এবং বই পড়ে জানতে পারা যায় ছাদ বাগানে অ্যাডেনিয়াম গাছ লাগালে হনুমানের তাণ্ডব বন্ধ হতে পারে। তারপর নতুন করে রসদ পেয়ে ছাদ বাগান তৈরি। গত প্রায় পাঁচ বছর হলো ছাদের ত্রিসীমানায় হনুমান আসেনি। এমনকি যেকোনো গাছের চারপাশে অ্যাডেনিয়াম থাকলে অন্য গাছটিকেও হনুমান আক্রমণ করে না। এভাবেই ছাদ বাগানে প্রচুর পরিমাণে অ্যাডমিয়াম রাখা গেলে ছাদ বাগান সুরক্ষিত থাকতে পারে হনুমানের হাত থেকে।
advertisement
—– রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বাড়িতে একটি গাছ লাগালেই কেল্লাফতে, বাগান নষ্ট করতে জীবনেও আসবে না হনুমানের দল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement