Howrah News: আর চোলাই বরদাস্ত নয়, মহিলারা বড় পদক্ষেপ নিলেন

Last Updated:

পরিবেশ রক্ষা ও গ্রামে অশান্তি রুখতে চোলাই মদের ঠেকে অভিযান মহিলাদের...

Howrah News
Howrah News
#হাওড়া: পরিবেশ রক্ষা ও গ্রামে অশান্তি রুখতে চোলাই মদের ঠেকে অভিযান মহিলাদের। রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা। তার জেরে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনই মাঝেমধ্যেই অশান্তির ঘটনাও ঘটছে, তাতে অতিষ্ঠ হয়ে পড়ছে গ্রামের সাধারণ মানুষ। চোলাইয়ের এই রমরমা ব্যবসা বন্ধ করতে এবার এগিয়ে এলেন স্থানীয় মহিলারা।
অভিযোগ, উলুবেড়িয়া-২ ব্লকের তুলসীবেড়িয়া গ্রামের সর্দারপাড়া, বাসস্ট্যান্ড চত্বর, ওই এলাকার শিবতলা সহ বেশ কয়েকটি জায়গায় দীর্ঘদিন ধরে রমরমিয়ে চোলাই মদের ব্যবসা চলছে বলে অভিযোগ। সেই চোলাইয়ের ঠেক ভাঙতে অভিযান চালালো তুলসীবেড়িয়া মহিলা সমিতি নামক একটি সংগঠনের মহিলারা।
advertisement
advertisement
সংগঠনের সদস্যাদের পাশাপাশি এলাকার মহিলারাও এই অভিযানে সামিল হয়েছিলেন। মহিলারা একত্রিত হয়ে মঙ্গলবার বিকালে স্থানীয় বেশ কয়েকটি চোলাইয়ের ঠেকে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ চোলাই নষ্ট করে দেয়। সংগঠনটির তরফে কল্যানী পালুই জানান, তুলসীবেড়িয়া গ্রামের চারটি জায়গায় রমরমিয়ে চোলাইয়ের ব্যবসা চলছে। এর জেরে এলাকার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে এলাকায় সচেতনতার প্রচার চালিয়েও কোনোভাবে চোলাই ব্যবসা বন্ধ করা যাচ্ছেনা।
advertisement
তিনি আরও জানান, চোলাইয়ের ঠেক বন্ধ করতে পুলিশের পাশাপাশি আমরাও মাঝে মধ্যে অভিযান চালাই। অভিযান চালানোর পর দেখা যায় কিছুদিন ব্যবসা বন্ধ থাকে। তারপর আবার রমরমিয়ে চোলাইয়ের ব্যবসা শুরু হয়ে যায়। গ্রামের মহিলাদের সঙ্গে নিয়ে বেশ কয়েকটি ঠেকে অভিযান চালিয়ে চোলাই নষ্ট করা হয় বলে তিনি জানান। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে তিনি জানান।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: আর চোলাই বরদাস্ত নয়, মহিলারা বড় পদক্ষেপ নিলেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement