Howrah News: কন্যা সন্তান জন্ম দেওয়ায় অপরাধ! ভয়াবহ ঘটনা ঘটল উলুবেড়িয়ার গৃহবধূর সঙ্গে!
- Published by:Piya Banerjee
Last Updated:
Howrah News: কন্যা সন্তানের জন্ম দেওয়াই যেন কাল হয়ে দাঁড়াল উলুবেড়িয়া হিরাপুর কাঁটাখালীর পরভীনের।
#হাওড়া: কন্যা সন্তান জন্ম দেওয়াই যেন কাল, জুটত লাঞ্ছনা-বঞ্চনা, পরিশেষে মৃত্যু গৃহবধূর। অভিযোগ শশুর বাড়ির বিরুদ্ধে। দেশ জুড়ে পুরুষের তুলনায় নারীর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে, সমীক্ষায় এমনই তথ্য উঠে আসছে। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার জনকল্যাণ মূলক একাধিক প্রকল্প সূচনা করেছেন তার মধ্যে বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলো কন্যা সন্তানদের জন্য। কন্যা সন্তান অবহেলিত না হয়,কন্যা সন্তান বা কন্যা সন্তানের পরিবার উপকৃত হবে এমন ভাবনা চিন্তাতেই প্রকল্পের সূচনা। কন্যা সন্তান পরিবারের বোঝা না হয়, সেই দিক গুরুত্ব রেখে বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যাশী, রূপশ্রী র মত প্রকল্প সূচনা। এর ফলে দেশ ও রাজ্যজুড়ে হাজার হাজার পরিবার উপকৃত হচ্ছেন।
তবে কন্যা সন্তানের জন্ম দেওয়াই যেন কাল হয়ে দাঁড়াল উলুবেড়িয়া হিরাপুর কাঁটাখালীর পরভীনের! কন্যা সন্তান জন্ম দেওয়ায় বধূকে বিষ খাইয়ে মারার অভিযোগ গৃহবধূর শশুর বাড়ির বিরুদ্ধে। ডোমজুড়ের বাসিন্দা পরভীনের সঙ্গে উলুবেরিয়া হিরাপুরের সামসুল জামালের বিয়ে হয়েছিল প্রায় ৬ বছর আগে। বিয়ের কয়েক মাস পর শামসুল ও নাহিদ পারভীনের কোলে আসে এক কন্যা সন্তান। কন্যা সন্তান জন্ম হওয়ায় খুশি হয়নি শশুর-শাশুড়ি সহ পরিবার, জানা যায় মৃতের বাপের বাড়ির সূত্রে। তার জেরেই বধূর ওপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ।
advertisement
advertisement
শুধু অত্যাচারেই ক্ষান্ত হয়নি শ্বশুর বাড়ির লোকজন, তাদের মেয়েকে জোর করে গলায় বিষ ঢেলে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। প্রথমে উলুবেরিয়া বেসরকারি নার্সিংহোম চিকিৎসাধীন ছিলেন, পরে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন লড়াই করার পর শেষপর্যন্ত বুধবার রাতে মৃত্যু হয় ওই বধূর। মৃতার বাপের বাড়ির লোক শ্বশুরবাড়িতে পৌঁছয়, এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উলবেরিয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বধূর স্বামীকে গ্রেফতার করে বলে জানা যায়।
advertisement
Rakesh Maity
Location :
First Published :
August 19, 2022 7:11 PM IST