Cooch Behar News: স্কুল শিক্ষিকাকে তুলে নিয়ে হোটেলে আটকে রাখল! গ্রেফতার মাথাভাঙ্গার নেতা!
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
Cooch Behar News: মাথাভাঙ্গার জোটপাটকি এলাকার এক স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার মাথাভাঙ্গার এক নেতা। চলত হুমকি! ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য
#মাথাভাঙ্গা : মাথাভাঙ্গা র জোড়পাটকি এলাকার এক স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার মাথাভাঙ্গা তৃণমূল যুবনেতা! গত জুলাই মাসের ২৫ তারিখ স্কুল যাওয়ার পথে নিখোঁজ হন জোড়পাটকি এলাকার এক স্কুল শিক্ষিকা। এরপর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে মাথাভাঙ্গায় থানায় লিখিত অভিযোগ করেন। পরিবারের আশঙ্কা ছিল মাথাভাঙ্গার তৃণমূল নেতা নজরুল হকের ছেলে তথা যুব তৃণমূল ব্লক সভাপতি কামাল হোসেন অপহরণ করেছেন তাকে। অসৎ উদ্দেশ্যে নিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তাকে।
পরিবারের সদস্যদের বক্তব্য, "তাদের মেয়েকে নানা ভাবে একের পর এক হুমকি দিয়ে আসছিল মাথাভাঙ্গা যুব তৃণমূল ব্লক সভাপতি কামাল হোসেন। ২৫ তারিখ স্কুল যাওয়ার পর থেকে মেয়ের আর কোন খোঁজ পাওয়া যায়নি। তাই চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছিল পরিবারের সকলের।" তারপর এই বিষয় নিয়ে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্ত নামে মাথাভাঙ্গা থানার পুলিশ। শুক্রবার পুলিশ মোবাইল নাম্বারের লোকেশন দেখে জানতে পারে শিলিগুড়িতে রয়েছেন কামাল হোসেন। তারপর, এদিন মাথাভাঙ্গা থেকে একটি টিম শিলিগুড়িতে গিয়ে একটি হোটেল থেকে গ্রেফতার করে কামাল হোসেনকে। পাশাপাশি ওই হোটেলের একটি ঘর থেকে উদ্ধার করা হয় ওই নিখোঁজ স্কুল শিক্ষিকাকে।
advertisement
advertisement
এদিনের এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য শুরু হয় গোটা মাথাভাঙা জুড়ে। কামাল হোসেন বিবাহিত হওয়ার পরও কিভাবে এক শিক্ষিকাকে হোটেল নিয়ে গেল? এই সব বিষয় নিয়ে বিরুপ মন্তব্য করতে দেখা গেছে মাথাভাঙা বাসীকে। এছাড়াও বিভিন্ন বিরোধী শিবির থেকে মাথাভাঙা তৃণমূল যুব ব্লক সভাপতি কামাল হোসেনের যথাযথ শাস্তির দাবি জানানো হয়েছে প্রসাশনের কাছে।এই গ্রেফতারির বিষয় নিয়ে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, 'মাথাভাঙ্গা থেকে একটি মেয়ে নিখোঁজ হয়েছিল। পরিবারের পক্ষ থেকে অভিযোগ ছিল অপহরণের। সেই মেয়েটির খোঁজে তদন্ত করতে নেমে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত চলছে আরও বিভিন্ন বিষয়ের সামনে আসলে পরবর্তীতে জানানো হবে।'
advertisement
সার্থক পন্ডিত
Location :
First Published :
August 19, 2022 6:15 PM IST