Howrah News: নজর এড়িয়ে বাড়ির শৌচালয়ে ঢুকে পড়েছিল সে! অচেনা শব্দে ভয়ে কাঁটা
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
পরিবারের সদস্যদের নজর এড়িয়ে বাড়ীর শৌচালয়ে ঢুকে পড়েছিল কেউ টের পায়নি, অচেনা শব্দ শুনে ভয়ে কাবু পরিবারের সদস্যরা
#হাওড়া: বাড়ির শৌচালয়ে পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে কখন ঢুকেছে টের পাইনি কেউ। হঠাৎই শৌচালয়ের ভিতর থেকে অচেনা শব্দ শুনে ভয়ে কাবু সকলে। খানিক পরে একটি অচেনা প্রাণীকে দেখতে পাওয়া যায়, প্রথমে তারা মনে করেন চিতা বাঘ রয়েছে তাদের শৌচালয়। ঘটনাটি ঘটেছে বাগনান ২ নং ব্লকের আকুভাগ দক্ষিণ মল্লিক পাড়ায় সিরাজুল মল্লিকের বাড়িতে। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবেশপ্রেমীদের খনির দিলে জানা জয় প্রাণীটি আমাদের রাজ্য প্রানী বাঘরোল হতে পারে।
বাড়ির লোক ও গ্রামবাসীরা গর্জন শুনে ভয় পায়। তারা প্রথমে চিতাবাঘ ভাবে, সেই খবর শুনে এলাকায় সবাই জড়ো হয়। এলাকার বেশ কিছু মানুষ প্রাণীটিকে মারার জন্য তৈরি হয়, স্থানীয় যুবক আশিক ইকবাল বাঘরোলটিকে না মারতে দিয়ে বন্যপ্রাণ উদ্ধার ও সংরক্ষণ নিয়ে কাজ করা হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চের সদস্যদের খবর দেন। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামানিক ও সুমন্ত দাস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়।
advertisement
advertisement
খবর দেওয়া হয় বনদফতরে, ঘটনাস্থলে বন বিভাগ আসে, ওই শৌচালয় থেকে সুস্থ ভাবে বাঘরোলটি উদ্ধার হয়। প্রাণীটিকে নিয়ে যাওয়া হয়েছে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে। তবে স্থানীয় গ্রামের মানুষকে বুঝিয়ে যাতে ওই পরিবেশে পূর্ণবয়স্ক বাঘরোলটিকে পুনরায় তার চেনা পরিবেশ ফিরে পেলে স্বাভাবিক জীবন যাপন করবে।
advertisement
তবে তার আগে এলাকার মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। ওই এলাকায় সচেতনতার শিবির এবং প্রচার চালিয়ে এলাকা ও গ্রামের মানুষকে সচেতন করতে হবে, যাতে প্রাণীটি স্থানীয় মানুষের দ্বারা নিরাপদ থাকে, জানায় পরিবেশপ্রেমীরা।
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
January 03, 2023 3:31 PM IST

