Howrah News: ছাত্রীকে ধারালো ব্লেড দিয়ে আঘাত, চাঞ্চল্য বাউড়িয়ায়

Last Updated:

ছাত্রীকে ব্লেড মারার ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বাউড়িয়া গার্লস হাই স্কুলে।

চাঞ্চল্য বাউড়িয়ায়
চাঞ্চল্য বাউড়িয়ায়
#হাওড়া: ছাত্রীকে ধারালো ব্লেড দিয়ে আঘাত করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বাউড়িয়া গার্লস হাই স্কুলে। ঘটনা ঘটে সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ। জানা যায়, বাউড়িয়া থানার অন্তগত বাউড়িয়া গার্লস স্কুল এদিন সকালে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী যখন বিদ্যালয়ে আসছিল ঠিক সেই সময় এক যুবক স্কুল থেকে ঢিল ছোড়া দূরত্বে তাকে লক্ষ করে ব্লেড চালায়।
ওই যুবক ঘটনা ঘটিয়ে গা ঢাকা দেয়। এদিকে এঘটনার জানা জানি হওয়ার পরেই স্কুলের সামনে হাজির হন স্কুলের অন্যান্য ছাত্রীদের অভিভাবকরা, তারা বিক্ষোভ দেখায় স্কুলে সামনে দাঁড়িয়ে। পরে ঘটনাস্থলে এসে পৌছায় বাউড়িয়া থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে আহত ওই ছাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাউড়িয়া হাসপাতালে।
advertisement
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গের এই ইকো পার্কের একদিকে বিশাল পাইন বন, অন্যদিকে রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা! মিস করবেন না
আহত ওই ছাত্রীর থেকে জানা গেছে ওই যুবক মুখে মাস্ক পরে ছিল। স্কুলছাত্রীর উপর এহেন ঘটনা তাও প্রকাশ্যে দিবালোকে, এর ফলে একদিকে যেমন অভিভাবকরা চিন্তিত অন্যদিকে তারা ছেলেমেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন। কিন্তু স্কুল চত্বরে সিসিটিভি থাকলেও ওই দুষ্কৃতীকে কেন এখনও চিহ্নিত করতে পারলেনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এদিকে গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বাউড়িয়া থানার পুলিশ।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ছাত্রীকে ধারালো ব্লেড দিয়ে আঘাত, চাঞ্চল্য বাউড়িয়ায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement