Howrah News|| পরিষেবা বন্ধ অন্তঃবিভাগে, দেউলপুর হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে গবাদি পশুর দল

Last Updated:

Howrah Deulpur Rural Hospital: বহিঃবিভাগ পরিষেবা সচল থাকলেও বন্ধ অন্তঃবিভাগ পরিষেবা, পাঁচলা দেউলপুর গ্রামীণ হাসপাতাল । এক সময় এই হাসপাতালে মিলত সমস্ত পরিষেবা।

+
title=

#হাওড়া: শতাব্দী ছুঁই ছুঁই গ্রামীণ হাসপাতাল, এক সময় মিলত প্রায় সমস্ত রকম পরিষেবা। আশেপাশের ১০-১২ গ্রামের কয়েক হাজার মানুষের বিপদের ভরসা ছিল পাঁচলা দেউলপুর গ্রামীণ হাসপাতাল। এখন সেই হাসপাতাল ভরসা হারিয়ে গবাদিপশুর বিচরণভূমি। পরিতক্ত হাসপাতালে ঘরগুলি সন্ধ্যা নামলেই অসামাজিক কাজের আখড়া হয়ে পড়ে।
হাসপাতাল নতুন করে সেজে উঠবে, এই খবর প্রায়ই শোনা যায়। স্থানীয় মানুষের কথায়, প্রায় একশত বছর আগে গ্রামের মানুষের কথা ভেবে এই হাসপাতালের প্রতিষ্ঠিত হয়। শেষবারের মতো পরিষেবা মিলত প্রায় তিন দশক আগে। এখনও সাধারণ মানুষ মুখ চেয়ে রয়েছে হাসপাতাল আবার সেই পুরনো ছন্দে ফেরার। এখন হাসপাতলে কোনো রকমে চলছে বহিঃবিভাগ পরিষেবা। স্থানীয় মানুষজন জানায় মাঝেমধ্যেই শোনা যায় হাসপাতালে অন্তঃবিভাগ পরিষেবা নতুন করে চালু হবে, তবে কানে শোনাই যেন সার! আজও বন্ধ অন্তঃবিভাগ।
advertisement
আরও পড়ুন: দেব, মিমি থেকে সায়নী, সুদীপ! ত্রিপুরায় তৃণমূলের স্টার ক্যাম্পেনারের তালিকায় চাঁদের হাট
পঞ্চায়েত প্রধান জানান, এলাকার মানুষের কথা ভেবে বহুবার স্বাস্থ্য বিভাগে লিখিত জানানো হয়েছে গ্রামীণ হাসপাতালে অন্তঃবিভাগ পুনরায় চালু করতে, কোনো ভাবেই কাজ হয়নি। তবে ২০১৫ সালে নতুন বিল্ডিং, বেড সরঞ্জাম এল অন্তঃবিভাগ চালু হবে। কিন্তু সেবারও থমকে পড়ল। অন্তঃবিভাগে সরঞ্জাম পড়ে থেকে নষ্ট হয়ে গেল।
advertisement
advertisement
এখনও কিছু এলাকায় অসহায় অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারে বাড়িতেই সন্তান প্রসবের মতো ঘটনা ঘটে। দূরে খরচ করে যেতে দারুণভাবে সমস্যার সম্মুখীন হয় ওই সমস্ত পরিবার। এই সমস্ত মানুষগুলোর কথা ভেবেই চেষ্টা করে চলেছি পুনরায় হাসপাতালে সমস্ত রকম পরিষেবা চালু করার।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News|| পরিষেবা বন্ধ অন্তঃবিভাগে, দেউলপুর হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে গবাদি পশুর দল
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement