Howrah News: ৩০০ বছরের পুরানো ঐতিহ্যবাহী উলুবে়ড়িয়া হাট, এই হাটে মেলে প্রায় সমস্ত কিছু

Last Updated:

শহরের বুকে প্রায় ৩০০ বছর পুরানো হাট। যে হাটে হাজারো জিনিসের পসরা নিয়ে দূর দূরান্ত থেকে এমনকি ভীন জেলা থেকেও আসেন বিক্রেতারা।

+
৩০০

৩০০ বছরের পুরোনো উলুবেড়িয়া হাট

#হাওড়া: শহরের বুকে প্রায় ৩০০ বছর পুরানো হাট। যে হাটে হাজারও জিনিসের পসরা নিয়ে দূর দূরান্ত থেকে এমনকি ভীন জেলা থেকেও আসেন বিক্রেতারা। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,  দুই মেদিনীপুর-সহ বিভিন্ন জেলা থেকে বিক্রেতা ও ক্রেতারা আসেন। সপ্তাহে শনিবার , একদিনের এই হাট হাওড়া জেলা গ্রামীণের সমস্ত প্রান্তের মানুষকে একযোগে বাঁধে।
এই হাটে হাঁস মুরগি থেকে গাছপালা-সহ বিভিন্নরকম প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। যে সমস্ত জিনিস হয়তো অন্যত্র পাওয়া যাবে না, উলুবেড়িয়া হাটে তা সহজেই পাওয়া যায়। তাই গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে আসেন ক্রেতা। বিশেষ করে গ্রামীণ এলাকার পশু পালনের মধ্যে উল্লেযোগ্য হল হাঁস,মুরগি৷ উলুবেড়িয়া এই  হাটে গেলে চোখে পড়বে, ছোট বড় পোষার উপযোগী বিভিন্ন সাইজের হাঁস বা মুরগির ছানার সারি সারি পসরা৷ কোনওটা ঝুড়িতে, কোনওটা আবার খাঁচায় সাজিয়ে রাখা হয়েছে।
advertisement
এর পাশাপাশি গ্রামীণ হাওড়ার আমতা, বাগনান থেকে বহু ব্যবসায়ী  সপ্তাহে একদিন উলবেড়িয়ায় এসে হাজির হন বেত বা বাঁশের তৈরি ঝোড়া চুবড়ী,চাচারি,ধামা ইত্যাদি নিয়ে। দানাশস্য ,জামাকাপড় ,ব্যাগ , এমনকি লোহার তৈরিও নানা জিনিসের পসরা বসে প্রাচীন এই হাটে।
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগনা থেকে হাটের আগের দিন এসে উলবেড়িয়াতে হাজির হন আটল বা ঘুনি ব্যবসায়ীরা। তারা জানালেন, এ বছর অন্যান্য বছরের থেকে বাজারে খানিক মন্দা, তবে আশায় আছেন বেচাকেনা হবে। নানা জিনিসের সঙ্গে বসে ফল ও ফুলের গাছের সম্ভারও৷ একসময় এই হাটে সকালে পাখির বাজারও বসত। তবে আইনি বেড়াজালে তা বন্ধ হয়েছে।উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস জানান, প্রায় ৩০০ বছর পুরানো এই হাট, দিন দিন কয়েকশো মিটার এলাকা জুড়ে হাটের পসরা বেড়েই চলেছে। সুত্রের খবর, আগামী দিনে পৌরসভা থেকে ও সরকারিভাবে এই হাটকে আরও  সুন্দরভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ৩০০ বছরের পুরানো ঐতিহ্যবাহী উলুবে়ড়িয়া হাট, এই হাটে মেলে প্রায় সমস্ত কিছু
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement