বাঁশ কাঠ দড়ির সরঞ্জামেই চলছে জিমন্যাস্টিকের অনুশীলন! নিখরচার প্রশিক্ষণ হাওড়ার প্রত্যন্ত গ্রামে

Last Updated:

প্রত্যন্ত গ্রামীণ এলাকায় স্বাধীনভাবে জিমন্যাস্টিক প্রশিক্ষণ শিবির তাও  আবার বিনামূল্যে, লাগেনা মাসিক টাকা, জিমন্যস্টিকের সরঞ্জাম বাঁশ কাঠ দাড়ি দিয়ে তৈরি।

+
জিমন্যাস্টিক

জিমন্যাস্টিক অনুশীলন

হাওড়া: প্রত্যন্ত গ্রামীণ এলাকায় স্বাধীনভাবে জীমন্যাস্টিক প্রশিক্ষণ শিবির। তাও আবার বিনামূল্যে। হাওড়া জালালসি গ্রামের এক অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক তার নিজস্ব উদ্যোগে এই প্রশিক্ষণকেন্দ্র খুলেছেন। দীর্ঘদিন জিমন্যাস্টিক নিয়েই তার চর্চা। অবশ্য তিনি ২০১৪ সালে নিজে একটি প্রতিষ্ঠান গড়েন যার নাম ' সৃজনী সাংস্কৃতিক মঞ্চ'।
প্রাক্তন শিক্ষক সুভাষ জাটির স্বপ্ন গ্রাম থেকেই ছেলেরা পৌছে যাবে, আন্তর্জাতিক স্তরের মঞ্চ বা অলিম্পিকে। সেই লক্ষ্য মাত্রা নিয়েই গত ন বছর ধরে গ্রামে শিশু বয়স থেকেই ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন সুভাষ বাবু। তিনি জানান, তার এই প্রশিক্ষণ শিবিরে জিমন্যাস্টিক অনুশীলনের নেই কোন আধুনিক সরঞ্জাম, গ্রামীন এলাকার বাঁশ, কাঠ, গাছে দড়ি বেঁধেই সরঞ্জাম তৈরি করেন রোমান রিং, ব্যালান্সিং বীন, টেবিল ভল্ট, প্যারালাল বার, সিঙ্গেল বারের মত খেলা।
advertisement
রপ্রতিদিন জিমন্যাস্টিক অনুশীলন চলে প্রশিক্ষক সুভাস জাটিক বাড়ির পিছনের তার জমিতে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে কচিকাচাদের গত ন বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। ছাত্রের সংখ্যা প্রায় ৬০ জন। সুভাষ জাটি এবং তার এক ছাত্র মিলেই এই ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন, গ্রামের মানুষের মাসিক টাকা দেওয়ার ক্ষমতা নেই। সুভাষ জাটি জানান, নিজের থেকেই বেশিরভাগ অর্থ দিয়ে সরঞ্জাম তৈরি করা বা কেনা।
advertisement
advertisement
এই কাঠ বা বাঁশের তৈরি সরঞ্জামে অনুশীলন করে ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। কোন অংশেই পিছিয়ে নেই শহরে বা যারা আধুনিক সরঞ্জামে প্র্যাকটিস করা তাদের থেকে। আধুনিক সরঞ্জাম পেলে হয়তো এগিয়ে যাবে আরও অনেক দূর। সরকারি সহযোগিতা আশায় রয়েছেন সকলেই। তবে আন্তর্জাতিক স্তরে পৌছানের আশা ছাড়েননি কেউ।
advertisement
RAKESH MAITY
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
বাঁশ কাঠ দড়ির সরঞ্জামেই চলছে জিমন্যাস্টিকের অনুশীলন! নিখরচার প্রশিক্ষণ হাওড়ার প্রত্যন্ত গ্রামে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement