Howrah news: বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ মহিলার! এর পর যা ঘটল, মনে হবে অবিশ্বাস্য

Last Updated:

মহিলাকে উদ্ধার করে ওই নৌকায় করেই পাড়ে নিয়ে আসা হয়৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসেই মহিলাকে হাসপাতালে নিয়ে যায়৷

বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ মহিলার৷
বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ মহিলার৷
বালি: ঠা ঠা রোদ। এমনিতেই ফাঁকা বালি ব্রিজ। এরই মধ্যে কিছুটা হন্তদন্ত হয়েই দক্ষিণেশ্বরের দিক থেকে সেতুর ফুটপাথ ধরে হেঁটে এলেন এক মহিলা৷ এই পর্যন্ত ঠিকই ছিল৷ কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই হাতের ব্যাগ এবং জুতো ফুটপাথের উপরে খুলে রেখেই গঙ্গায় রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেন তিনি৷
কিন্তু কথায় বলে রাখে হরি মারে কে! মহিলা যখন গঙ্গায় ঝাঁপ দেন, সেই সময় ভাঁটা চলছিল৷ মহিলা জলের মধ্যে যে জায়গায় গিয়ে পড়েন, তার কাছাকাছি ছিল দুটি মাছ ধরার নৌকাও৷ মহিলাকে জলে পড়তে দেখেই তাঁকে উদ্ধারে এগিয়ে আসে নৌকা দুটি৷ তার উপর মহিলা সাঁতারও জানতেন৷ ফলে স্বাভাবিক প্রবৃত্তিতেই ভেসে থাকেন তিনি৷ সেই সুযোগেই নৌকায় থাকা জেলেরা ওই মহিলাকে উদ্ধার করেন৷
advertisement
advertisement
মহিলাকে উদ্ধার করে ওই নৌকায় করেই পাড়ে নিয়ে আসা হয়৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসেই মহিলাকে হাসপাতালে নিয়ে যায়৷ ব্রিজের উপর থেকে উদ্ধার করা হয় মহিলার ব্যাগ এবং জুতো৷ সেই ব্যাগের ভিতর থেকে মেলে মহিলার পরিবার এবং আত্মীয়দের ফোন নম্বর৷ খবর দেওয়া হয় তাঁর বাড়িতে৷
advertisement
মহিলার পরিবারের সদস্যরা এসে জানান, পারিবারিক অশান্তির কারণেই ওই মহিলা গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন৷ এর পরে মহিলাকে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়৷
যদিও এই ঘটনায় বালি ব্রিজের নজরদারি নিয়ে পুলিশের উদ্বেগ বেড়েছে৷ কারণ সারাদিনই সেতুর ফুটপাথ ধরে বহু মানুষ যাতায়াত করেন৷ বিকেল, সন্ধ্যার পর অনেক সেতুর ফুটপাথে দাঁড়িয়ে গল্প করেন, আড্ডাও মারেন৷ এ দিনের ঘটনার পর সেতুতে নজরদারি আরও বাড়ানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah news: বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ মহিলার! এর পর যা ঘটল, মনে হবে অবিশ্বাস্য
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement