Howrah News: ভাত জোটাতে ব্যস্ত বাবা মা! বিপন্ন শিশুদের শিক্ষার আলো দিতে পাশে সৌরভ ও তার বন্ধুরা

Last Updated:

Howrah News : সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলো পৌঁছতে গড়ে উঠেছিল 'মুক্ত শিক্ষাঙ্গন'। সমাজ থেকে বিচ্ছিন্ন প্রায় ফুলের মত কয়েকজন শিশুকে নিয়ে মুক্ত শিক্ষাঙ্গনের পথচলা শুরু হয়েছিল ২০২০।

+
বিপন্ন

বিপন্ন শিশুদের শিক্ষার আলো দিতে পাশে সৌরভ

হাওড়া: সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলো পৌঁছতে গড়ে উঠেছিল ‘মুক্ত শিক্ষাঙ্গন’। সমাজ থেকে বিচ্ছিন্ন কয়েকজন শিশুকে নিয়ে মুক্ত শিক্ষাঙ্গনের পথচলা শুরু হয়েছিল ২০২০ সালে খড়িয়োপ শিব মন্দির সংলগ্ন এলাকায়। সেই থেকে একটু একটু করে এগিয়ে চলা। শুধু লেখাপড়া নয়, মূলত সমাজ থেকে বিচ্ছিন্ন, পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনাই ছিল প্রধান লক্ষ্য।
প্রকৃতিপ্রেমী সৌরভের প্রথম নজরে পড়েছিল ওদের। নেই কোনও বাঁধন, নেই লেখাপড়ার বালাই। সৌরভ উপলব্ধি করেন, এভাবে চলতে থাকলে এদের জীবন হয়ে উঠবে অন্ধকারাচ্ছন্ন। সে সময় কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে খোলা আকাশের নীচে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।
advertisement
ওই সমস্ত শিশুর পরিবার ভিন রাজ্য থেকে কাজের তাগিদে এ রাজ্যে পাড়ি জমিয়েছিল প্রায় দেড় দশক আগে। ওদের কারও বাবা আবার কারও মা ও বাবা উভয়ে রাস্তার কাজের শ্রমিক। সকালের আলো ফুটলেই কাজের খোঁজে বেরিয়ে পড়ে বাবা-মা। ওই সমস্ত পরিবারের শিশুরা আধবেলা আধ খেয়েই সারাদিন খেলে বেড়ায়। লেখাপড়া বলতে কিছুই ছিল না। অবশেষে এরা মূল স্রোতে ফিরছে।
advertisement
মুক্ত শিক্ষাঙ্গনে শুরুতে ছিল, সপ্তাহে একদিন লেখাপড়া নাচ গান ছবি আঁকার মতো বিষয় নিয়ে চর্চা। একটু একটু করে মিশতে শেখা এভাবেই কয়েক বছরে অনেকটা শিক্ষার আলোয় ওরা। কয়েক বছর ধরে বেশ কিছু ছেলে মেয়ে স্থানীয় প্রাথমিক স্কুলে ভর্তি হতে পেরেছে। এবছর প্রাথমিক স্কুলে ৯ জন ছাত্রছাত্রী ভর্তি হয়। সব মিলিয়ে খুশি ওই সমস্ত পরিবারের অভিভাবকরা।
advertisement
উদ্যোক্তা সৌরভ মণ্ডল জানান, শুরুতে সপ্তাহে একদিন ১-২ ঘণ্টা খোলা আকাশের নীচেই ক্লাস শুরু হয়। এভাবেই চলতে থাকে দীর্ঘদিন। তারপর ধীরে ধীরে একটু সময় বাড়ানো। সপ্তাহে দু’দিন থেকে তিন দিন ক্লাস চলছে বর্তমানে। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অবসর শিক্ষক দেবাশিস দীর্ঘাঙ্গী, শশাঙ্ক সাউ, শিল্পী গুলজার হোসেনের মতো কিছু মানুষ শিক্ষাদানে এগিয়ে আসেন। ওদের মধ্যে লেখাপড়ার পাশাপাশি সাধারণ জ্ঞান, অঙ্কন, নৃত্য আবৃত্তির মতো বিভিন্ন বিষয়ে চর্চা করানো হয়।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ভাত জোটাতে ব্যস্ত বাবা মা! বিপন্ন শিশুদের শিক্ষার আলো দিতে পাশে সৌরভ ও তার বন্ধুরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement