Howrah News: জনপ্রিয় পর্যটন কেন্দ্র গাদিয়ারা, পুজোর ছুটিতে তিন নদীর সঙ্গমস্থলে ঘুরে আসুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
তিন নদীর সঙ্গমস্থল মনোরম পরিবেশ আর ইলিশের স্বাদে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কলকাতার অদূরে রয়েছে হাওড়া গাদিয়ারা পর্যটন কেন্দ্র। (Durga Puja Travel)
#হাওড়া: তিন নদীর সঙ্গমস্থল মনোরম পরিবেশ আর ইলিশের স্বাদে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কলকাতার অদূরে রয়েছে হাওড়া গাদিয়াড়া পর্যটন কেন্দ্র। পুজোর ছুটি থেকে শীত, ক্রমে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে ওঠে হাওড়ার শ্যামপুর ব্লকের গাদিয়ারা পর্যটন কেন্দ্র। হাওড়া জেলার নদী গর্ভে শ্যামপুর ব্লকের শেষ প্রান্ত গাদিয়ারা গ্রাম ত্রিবেণী অর্থাৎ তিন নদীর সঙ্গমস্থল।
একদিকে ভাগীরথী গঙ্গা, রূপনারায়ণ একটু আগে মিশেছে দামোদর নদী, তিন নদীর সঙ্গমস্থল এক অপরূপ দৃশ্য, নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য নদী বাঁধ ঝাঁ চকচকে সড়ক বাঁধ কিনারায় বসার জায়গা কোথাও বা নদীর সঙ্গে লেগে রয়েছে মেলানো জমি, মৎস্যজীবীরা নদী বক্ষে নৌকো ট্রলারে ভেসে রয়েছে। তার সঙ্গে নদীর জল কেলি কংক্রিট বা পাথরের বাঁধানো পাড়ে আছড়ে পড়ছে নদীর ঘোলা জল দমকা হাওয়া আর জলকেলির মৃদুসর নদীর পাড়ে বসে উপভোগ করার এক মনোরম পরিবেশ।
advertisement
আরও পড়ুন: প্রেম কোনও বয়স মানে না, জন্মদিনে অঙ্কিতার ঠোঁটে চুমু এঁকে দিলেন মিলিন্দ সোমন
যা দূর দূরান্তের পর্যটককে আকর্ষিত করে, বিশেষ করে পুজোর মরসুম বা শীত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হাওড়ার গাদিয়ারা পর্যটন কেন্দ্রে পর্যটকদের দারুণ ভাবে ভিড় জমে।
advertisement
advertisement
*বিশেষ আকর্ষণ*- গাদিয়ারা পর্যটন কেন্দ্রে লঞ্চে চড়ে নদীর সৌন্দর্য উপভোগ , নদীর বিভিন্ন মাছ।
*গাদিয়ারা থেকে শর্ট টুর*- মহিষাদল রাজবাড়ি, দিঘা, হলদিয়া পি এইচ ই জল প্রকল্প, গেঁওখালির মত পর্যটন স্থানে খুব অল্প সময়ে জলপথে পৌঁছনো যায়।
*যোগাযোগ ব্যবস্থা*- সড়কপথে কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরত্বে গাদিয়াড়া পর্যটন কেন্দ্র। জলপথে কলকাতা থেকে নূরপুর হয়ে গাদিয়াড়া জেটিঘাট (ফেরি ভাড়া: টাকা ( সময় প্রায় ২০ মিনিট)। সড়কপথে কলকাতা ধর্মতলা বা হাওড়া হয়ে গাদিয়াড়া বাস স্টপেজ। সিটিসি বাস ভাড়া - ৬৫ টাকা (সময়-২-২.৩০ঘণ্টা) বেসরকারি বাস ভাড়া : ৭০-৮০ টাকা*থাকা-খাওয়া*গাদিয়ারা নদী সংলগ্ন রাস্তার পার্শ্ববর্তীতে অসংখ্য বেসরকারি হোটেল। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের রূপনারায়ণ টুরিস্ট লজ।
advertisement
*দৈনিক হোটেল ভাড়া*: বেসরকারি হোটেল - ৮০০-১০০ ( নন এসি) ১৫০০ (এসি) সরকারি হোটেল: ২৬০০ (ট্যাক্স) ৩০০ খাবার।
রাকেশ মাইতি
Location :
First Published :
August 30, 2022 5:29 PM IST