Clay Tub Or Plastic Tub: মাটির টব নাকি প্লাস্টিকের টব! বাড়িতে গাছ লাগানোর জন্য কোনটা বেশি ভাল! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Clay Tub Or Plastic Tub: বাড়িতে গাছ লাগানোর আগে এই তথ্য জানতেই হবে!
হাওড়া: শখের বাগানে কোন টব! গাছ সুস্থ সবল রাখতে প্লাস্টিক নাকি মাটির টব ভাল। টবে গাছ লাগানো ও বাগান তৈরির আগে জানা প্রয়োজন। বর্তমান এ সময়ে বহু ব্যস্ততার মাঝেও শখের ছাদ বাগান তৈরি একটা নেশায় পরিণত হয়েছে। তবে মোটেও সহজ কাজ নয়। যদিও ইচ্ছে আর ভাললাগা এক হলে, কোন কাজই অসাধ্য নয়।বাগান তৈরি বেশ ধৈর্যের ফসল। শুরু থেকে দিতে হয় একের পর এক ধৈর্যের পরীক্ষা। যারা বাগান তৈরি করেছেন, এর কদর তারাই বোঝে।
শিশু গাছ থেকে ধীরে ধীরে পাকাপোক্ত গাছ। তাতে ফসল বা ফুল ফলানো মোটেও সহজ নয়। তার ওপর বনসাই বা কলম করা আরও কঠিন।প্রতিটা ক্ষেত্রেই দক্ষতার প্রয়োজন। তবে ধীরে ধীরে গাছ নিয়ে ওঠা বসা আর ভুল ভ্রান্তির মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয়। অনেক সময় ভুল হতে হতে শিক্ষা বা জ্ঞান লাভ। বাগান শুরুতেই এমনই বহু ঘটনার সাক্ষী হতে হয়েছে বাগান মালিকদের। তবে গাছ লাগিয়ে তার লালন পালন ও সতর্কতা তো রয়েছে। সেই সঙ্গে টবেরও গুরুত্ব রয়েছে অসীম।
advertisement
সেই দিক থেকে এক কথায় মাটির টবের বিকল্প নেই। গাছের স্বাস্থ্য সুরক্ষিত নয় প্লাস্টিক বা অন্য টবে, এমনটাই জানাচ্ছেন ছাদ বাগানে অভিজ্ঞ মানুষ। মাটির টব একটু দাম বেশি দিয়ে কিনতে হলেও গাছের পক্ষে ভাল। কদরের গাছে প্লাস্টিক টব লাগানোই বৃথা বলেও মনে করেন অনেকেই। এ প্রসঙ্গে অভিজ্ঞতা শেয়ার করলেন ৮০ বছর বয়সী নিরঞ্জন কুমার। যিনি ছাদ বাগানের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। ছাদে গোলাপের বাগান বা এডেনিয়ামের বাগান তৈরি করে তাক লাগিয়েছেন। তিনি বললেন, মোটেও গাছের পক্ষে উপযোগী নয় প্লাস্টিক বা অন্য কোনও টব। মাটির টবের বিকল্প নেই। গাছ রোদে পড়ে এমন স্থানে রাখা হয়। প্লাস্টিক টবে সরাসরি রোদ পড়ে গরম হয়। টবের ভিতরের অংশে গাছের কচি শিকড় টবের গায়ে লেগে থাকে। প্লাস্টিকের টব গরম হওয়ার ফলে সেই শিকড়ে ক্ষতি হয়। কিন্তু মাটির টবের ক্ষেত্রে এমনটি হয় না।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 7:49 PM IST