Howrah News: অবাক কাণ্ড! একমাস আগেও যে খেলার নাম জানত না তাতে নাম দিয়ে তৃতীয় চতুর্থ শ্রেণির ছাত্র
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
প্রথমবার অপরিচিত খেলায় অংশ নিয়ে চমকে দিল হাওড়ার রোহন। এই চতুর্থ শ্রেণির ছাত্র ফুটবল থ্রোয়িং প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে তৃতীয় হয়েছে
হাওড়া: মাত্র এক মাস আগেও যে খেলার নাম জানত না তাতেই রাজ্যের মধ্যে তৃতীয় হয়ে তাক লাগিয়ে দিল হাওড়ার রোহন দাস। হালকা চালেই এক মাস আগে স্কুল স্পোর্টসে ফুটবল থ্রোইং প্রতিযোগিতায় নাম দিয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্র রোহন। অবশ্যই শুধু সে নয়, তার অভিভাবক থেকে শুরু করে সহপাঠীরা প্রায় কেউই ফুটবল থ্রোইং খেলার বিষয়ে কিছু জানত না। আর সেই খেলাতেই নেমে শুধু স্কুল নয়, এরপর ব্লক মহকুমা এবং জেলা স্তরে প্রথম হয়ে রাজ্য প্রতিযোগিতায় সুযোগ পেয়েছিল রোহন দাস। জলপাইগুড়িতে আয়োজিত সেই রাজ্য প্রতিযোগিতায় তৃতীয় হয়ে তাক লাগিয়ে দিয়েছে সে।
রঘুদেবপুর ইস্ট প্রাইমারি স্কুলে পড়ে রোহন। তার এই সাফল্যের পিছনে অনেকটাই অবদান স্কুলের শিক্ষক মিলন চক্রবর্তীর। তিনিই রোহনকে ফুটবল থ্রোয়িং প্রতিযোগিতা নামার জন্য চিহ্নিত করেছিলেন। জেলা স্তরের প্রতিযোগিতায় প্রথম হয়ে রাজ্য স্তরে নির্বাচিত হওয়ার পর মাঝে কয়েকদিনের জন্য স্পেশাল ট্রেনিং নেয় রোহন। গঙ্গাধরপুরে তিন দিনের এই স্পেশাল ট্রেনিং ক্যাম্প আয়োজিত হয়। ফেব্রুয়ারির মাঝামাঝি জলপাইগুড়িতে অনুষ্ঠিত রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় নামে সে।
advertisement
advertisement
রাজ্য স্তরের প্রতিযোগিতায় রোহন ৮.২২ মিটার থ্রো করে। দ্বিতীয় স্থান অধিকারীর থেকে মাত্র ১ ইঞ্চি কম থ্রো করেছিল। রোহনের এই ফলাফলে খুশি তার স্কুলের শিক্ষক মিলন চক্রবর্তী। তিনি জানান, খেলাটি দেখে সহজ মনে হলেও আসলে মোটেও সহজ নয়। রোহনের অদম্য ইচ্ছা এবং খেলার প্রতি তার ন্যাক'ই তাকে এই সাফল্যে পৌঁছে দিয়েছে। আর একটু বেশি দিনের অনুশীলনের সুযোগ পেলে হয়ত আরও বেশি ভাল ফল হত বলে মনে করছেন তিনি।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 1:35 PM IST
