Howrah News: রাস মেলা ঘুরে দেখল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, সৌজন্যে পুলিশকাকুরা

Last Updated:

জেলার জনপ্রিয় মেলার মধ্যে অন্যতম হল উলুবেড়িয়া রাস মেলা, মেলার আকর্ষণ অটোমেটিক মডেল এবং মেলায় বিভিন্ন জিনিসের পসরা যা অন্যত্র পাওয়া যায় না তেমন জিনিষও মেলায় খুঁজলে মেলে। জেলা ছাড়িয়ে হুগলি, দুই ২৪ পরগনা মেদিনীপুর ও কলকাতা থেকে ক্রেতা বিক্রেতা আসেন, ১-২ মাস থেকে মেলা।

#হাওড়া : জেলার জনপ্রিয় মেলার মধ্যে অন্যতম হল উলুবেড়িয়া রাস মেলা, মেলার আকর্ষণ অটোমেটিক মডেল এবং মেলায় বিভিন্ন জিনিসের পসরা যা অন্যত্র পাওয়া যায় না তেমন জিনিষও মেলায় খুঁজলে মেলে। জেলা ছাড়িয়ে হুগলি, দুই ২৪ পরগনা মেদিনীপুর ও কলকাতা থেকে ক্রেতা বিক্রেতা আসেন, ১-২ মাস থেকে মেলা। মেলায় পুলিশের উদ্যোগে রাসের মেলা দেখল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, চলছে রাসের মেলা। উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী এই রাসের মেলা প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে। সোমবার মেলায় আসা মানুষজন এক অন্য অভিজ্ঞতার সাক্ষী থাকলেন।
উলুবেড়িয়ার আনন্দভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন এবং মূক-বধির শিশুদের রাসের মেলায় সামিল করল পুলিস। সোমবার উলুবেড়িয়া থানার উদ্যোগে আনন্দভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের মেলায় আনা হয়। মেলায় ঘোরানোর পাশাপাশি পুলিশের তরফ থেকে শিশুদের হাতে নানা উপহার তুলে দেওয়া হয়। তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কালীবাড়ি কর্তৃপক্ষও। মেলার বিভিন্ন উপহার তুলে দেওয়ার সাথে সাথে জিলিপি, বাদামভাজা, কেক, কমলা লেবু, জলেরও ব্যবস্থা করা হয়।
advertisement
আরও পড়ুনঃ উলট পুরান! সন্তানদের মানুষ করতে বিদ্যালয়ে প্রশিক্ষণ নিচ্ছেন অভিভাবকরা!
শিশুদের সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষকরাও এদিন মেলায় সামিল হয়েছিলেন। বিনামূল্যে শিশুদের বিভিন্ন জয় রাইডেও চড়ানো হয়। সবার সাথে মেলায় সামিল হতে পেরে খুশি পড়ুয়ারাও। পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস। এদিন শিশুদের সাথে মেলায় সামিল হয়েছিলেন উলুবেড়িয়া থানার আইসি রামেশ্বর ওঝা সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা।
advertisement
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: রাস মেলা ঘুরে দেখল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, সৌজন্যে পুলিশকাকুরা
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement