Child Prodigy: মাত্র ৭ বছর বয়সে মুখস্থ ১০০-র বেশি কবিতা‘! মুগ্ধ করছে হাওড়ার তন্দ্রিতা

Last Updated:

Child Prodigy: মাত্র ৭ বছর বয়সে শতাধিক আবৃত্তি বলার দক্ষতা অর্জন করে অবাক করছে উলুবেড়িয়ার ছোট্ট তন্দ্রিতা, কি ভাবে সফলতা বিস্তারিত জানালেন তন্দ্রিতা'র মা

+
অবাক

অবাক কাণ্ড মেয়ের

রাকেশ মাইতি, হাওড়া: মাত্র ৭ বছর বয়সে শতাধিক আবৃত্তি বলার দক্ষতা অর্জন করে অবাক করছে উলুবেড়িয়ার ছোট্ট তন্দ্রিতা। কবিতা বলার সুবাদেই বহু সম্মান এই অল্প বয়সে। যদিও বর্তমান সময়ে লেখাপড়ার পাশাপাশি নাচ গান আবৃত্তি যোগ ব্যায়াম এবং অঙ্কন নিয়ে চর্চা খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ছেলে মেয়েদের। তবে শিশু বয়সে এত সংখ্যক আবৃত্তি আয়ত্ত করা অবাক করার মতোই বটে। দু’ দশ খানা আবৃত্তি খুব সাধারণ বিষয় হলেও, একশোর বেশি অধিক আবৃত্তি শেখা সহজ নয়। এর জেরে বহু সম্মানের পাশাপাশি ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং সদ্য তেলেঙ্গানা বুক অফ রেকর্ডে সম্মানিত তন্দ্রিতা।
ছোট্ট তন্দ্রিতার প্রতিভার জেরে বাবা-মা আত্মীয় পরিজন পাড়া-প্রতিবেশী সকলেই বেশ খুশি। যদিও বর্তমান সময়ে ছেলে-মেয়েদের লেখাপড়ার চাপের পাশাপাশি নাচ গান আবৃত্তি অঙ্কন বা ব্যায়াম নিয়ে চর্চা হলেও সম্ভব হয়না অনেকেরই। বলা যেতে পারে এতে সেরার শিরোপা অর্জন করা খুবই কঠিন। সেই দিক থেকে লেখাপড়ার সঙ্গে ধারাবাহিকভাবে সাংস্কৃতিক চর্চা রাখাও বেশ কঠিন। তবে এ বিষয়ে তন্দ্রিতা জানিয়েছে, নাচ গান আবৃত্তি সে আগামী দিনে চালিয়ে যেতে চায়। একই সঙ্গে এই চর্চাকে কেন্দ্র করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়।
advertisement
আরও পড়ুন : আপনার বাচ্চা অবাধ্য ও জেদি? কোনও কথা শোনে না? ভাল বাবা মা হওয়ার সহজ টিপস জানুন
কীভাবে মেয়ের এই সফলতা এ বিষয়ে তন্দ্রিতার মা অর্পিতা মণ্ডল জানান, ‘‘ আবৃতি চর্চা মেয়ে নিজেই শুরু করেছিল ওর দাদাকে দেখে। তখন দেড় বছরের সে। দাদার আবৃত্তি শুনে শুনেই শিখে ফেলেছে বেশ কয়েকটি। তার পর বাড়িতে ওকে নিয়ে আবৃতিচর্চা এগোতে থাকে। ভাল আবৃত্তি বলার সুবাদে কয়েক বছরের মধ্যে বেশ কিছু পুরষ্কারও পায়। নিজের স্কুলের কাজ সামলে প্রতিদিন সময় করে আবৃত্তি চর্চা চলে।
advertisement
advertisement
তন্দ্রিতার মা আরও জানান, ‘‘একইসঙ্গে যখন সুযোগ বুঝি খেলার ছলে আবৃত্তি নিয়ে চর্চা করি। ছোট বয়সে একটু বেশি নজর রাখতে হত তবে এখন নিজে নিজেই অনেকটা বেশি সজাগ। একই সঙ্গে গান ও অঙ্কনের প্রতিও বেশ মনোযোগী। প্রতিদিন রুটিন অনুযায়ী স্কুলের পড়ার পর আবৃত্তি নাচ এবং অঙ্কন প্র্যাক্টিস চলে।’’
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Child Prodigy: মাত্র ৭ বছর বয়সে মুখস্থ ১০০-র বেশি কবিতা‘! মুগ্ধ করছে হাওড়ার তন্দ্রিতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement