Durga Puja Theme 2023: বিক্রমের ল্যান্ডিং থেকে চন্দ্র‌যান ৩-র লঞ্চিং সব দৃশ্যই দেখা ‌যাবে হাওড়ার এই মণ্ডপে

Last Updated:

Durga Puja 2023 Chandrayaan-3 Pandal : এবার পুজোর মণ্ডপে ইসরোর চন্দ্রযান ৩, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩ অবতরণের পর ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র সারা ফেলে দিয়েছে পৃথিবী জুড়ে। 

+
চন্দ্রযান

চন্দ্রযান ৩ মণ্ডপ

হাওড়া: এবার পুজোর মণ্ডপে ইসরোর চন্দ্রযান ৩। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩ অবতরণের পর ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র সারা ফেলে দিয়েছে পৃথিবীজুড়ে। এই সফলতায় ভারত পিছনে ফেলেছে রাশিয়া আমেরিকা চীনের মত দেশকে। এতেই গর্বিত ভারতবর্ষের সমস্ত মানুষ। কয়েক মাস আগে চন্দ্রযান ৩ লঞ্চের সেই দিন। স্বর্ণাক্ষরে রচিত থাকবে ইতিহাসের পাতায়।
চন্দ্রযান ৩ লঞ্চের ঘটনা যেমন দেশবাসীর হৃদয়ে গেঁথে রয়েছে। তার চেয়ে বেশি আনন্দের ছিল, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩ অবতরণের সেই দিন। ইসরোর বিজ্ঞানীদের পরিকল্পনা মত সফট ল্যান্ডিং। সব মিলিয়ে চন্দ্রযান ৩ ভারত বাসির কাছে একটি আবেগ। এই অভিযান কয়েক মাস কেটে গেলেও, ভারতবাসির এতটুকু কদর কমেনি। সেদিক গুরুত্ব রেখে এবার পুজোয় অভিনব ভাবনায় হাওড়ার কামারডাঙ্গা ইস্ট ইন্ডিয়া রকস লাইন এসোসিয়েশনের। এবার তাদের মন্ডপ ভাবনা চন্দ্রযান ৩।
advertisement
advertisement
এখানে দর্শকরা এলে দেখতে পাবে মন্ডপের সামনে চন্দ্রযান ৩ লঞ্চিং এর দৃশ্য। অন্যদিকে মন্ডপের এক পাশে দেখা যাবে চাঁদে বিক্রমের ল্যান্ডিং। পাশাপাশি এই মন্ডপের মধ্যে প্রবেশ করলে দর্শকদের চোখে পড়বে চন্দ্রযান সম্পর্কিত একাধিক ক্যালেন্ডার। অন্যদিকে প্রজেক্টরের মাধ্যমে চন্দ্রযানের কার্যকলাপ এবং গবেষণা কেন্দের নানা বিষয় তুলে ধরা হয়েছে। একেবারে অনন্য ভাবনায় মণ্ডপ। যা দারুন ভাবে দর্শকদের আকৃষ্ট করছে। এ প্রসঙ্গে উদ্যোক্তা বিশ্বজিৎ রায় জানান, দেশের গবেষণা কেন্দ্র এবং গবেষকদের সম্মান জানাতেই এবারের মন্ডপ সজ্জা। তার পাশাপাশি তিনি আরও বলেন, ইসরোর সফলতা চন্দ্রযান। তা দেখতে ৮ থেকে ৮০ সমস্ত মানুষের মধ্যে আকর্ষণ রয়েছে।
advertisement

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal, বাঙালির দুর্গাপূজা 2023

রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Durga Puja Theme 2023: বিক্রমের ল্যান্ডিং থেকে চন্দ্র‌যান ৩-র লঞ্চিং সব দৃশ্যই দেখা ‌যাবে হাওড়ার এই মণ্ডপে
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement