Howrah News: জরি শিল্পে ১ম রাষ্ট্রীয় পুরস্কার! বাগনানের কারিগর গোবিন্দকে দেশের সেরা সম্মান

Last Updated:

কেন্দ্রীয় শিল্প ও কারিগরি দফতরের জরি শিল্পের উপর দেওয়া প্রথম পুরস্কারটি পেয়েছেন তিনি। যদিও যৌথভাবে পেয়েছে এটি। ডিজাইনার হিসাবে সুনেত্রা লাহিড়ি ও শিল্পী হিসাবে গোবিন্দ বরের নাম ২৮ নভেম্বর ঘোষিত হয়।

+
জরি

জরি শিল্পে প্রথম রাষ্ট্রীয় পুরস্কার বাগনানের জরি কারিগর গোবিন্দ বর

#হাওড়া: ছেলেবেলা থেকেই লেখাপড়ায় মন বসত না গোবিন্দের। তবু বাড়ির লোকের চাপে স্কুল যেতেন। লেখার খাতা জুড়ে তাঁর আঁকিবুকি। পরিবারের সঙ্গে তাঁরও জরির কাজে চোখ ছিল শুরু থেকে। খুব ছোটবেলা থেকে দাদা ও জামাইবাবুকে জরির কাজ করতে দেখেছেন তিনি। জরির কাজের প্রতি আলাদা ভাল লাগা। স্কুলে পড়তে পড়তে পাড়াতেই জরির কাজে হাতে খড়ি তাঁর।
পরবর্তী কালে লেখা পড়ায় মন না বসায় আর পাঁচটা নিম্নবিত্ত পরিবারের মতোই কিশোর বয়সে দাদার সঙ্গে চলে গিয়েছিলেন দিল্লি। তার পর মুম্বইয়ে ছিলেন তিনি। সে প্রায় ২৫-৩০ বছর আগের কথা। তখন জরির কাজের রমরমা বাজার। দেশবিদেশে ব্যাপক চাহিদা জরির কাজের। পরবর্তী সময়ে ধীরে ধীরে জরির কাজের কদর কমে।
advertisement
advertisement
মুম্বই থেকে গোবিন্দ কলকাতায় এসে ২০০৫ সালে ডিজাইনার সুনেত্রা লাহিড়ির সঙ্গে কাজে যুক্ত হন তিনি। ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন তাঁর বাবা, মা। মন চাইলেই বাড়িতে আসেন দাদা, বৌদি, ভাইপোর কাছে। দিন চলে যায়। পর পর নিত্যনতুন কাজ করে চলেন তিনি।
advertisement
বাগনানের পশ্চিম বাইনানের বাসিন্দা গোবিন্দ অবশেষে তাঁর শিল্পকর্মের স্বীকৃতি পেয়েছেন। কেন্দ্রীয় শিল্প ও কারিগরি দফতরের জরি শিল্পের উপর দেওয়া প্রথম পুরস্কারটি পেয়েছেন তিনি। যদিও যৌথভাবে পেয়েছে এটি। ডিজাইনার হিসাবে সুনেত্রা লাহিড়ি ও শিল্পী হিসাবে গোবিন্দ বরের নাম ২৮ নভেম্বর ঘোষিত হয়। তার পরেই খুশির হাওয়া বাইনান গ্রামে।
গোবিন্দ বলেন, "প্রথমে তো এ কথা বিশ্বাস হয়নি, ডিজাইনার দিদিই প্রথম খবরটা জানান। এই প্রথম জরি শিল্পের উপর কোন কাজ ও শিল্পী পুরস্কৃত হল।" শুধু পোশাকে নয়, জরি শিল্পকে আপডেট করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতে হবে বলে ও জানান গোবিন্দ। গ্রামীণ এলাকার এক শিল্পীর এই স্বীকৃতি নতুন প্রজন্মকে উৎসাহিত করবে বলে জানিয়েছেন সারা ভারত জরি শিল্পী কল্যান সমিতির সভাপতি মুজিবর রহমান।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: জরি শিল্পে ১ম রাষ্ট্রীয় পুরস্কার! বাগনানের কারিগর গোবিন্দকে দেশের সেরা সম্মান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement