Howrah News: আবারও বাঘরোলের মৃত্যু! এবার ফুলেশ্বরে ট্রেনের ধাক্কায় মৃত্যু
- Published by:Ananya Chakraborty
Last Updated:
আবারও বাঘরোল মৃত্যুর ঘটনা সামনে এল সোমবার হাওড়ার উলুবেড়িয়ায়। উদ্ধার পূর্ণ বয়স্ক বাঘরোলের নিথর দেহ।
#হাওড়া: আবারও বাঘরোল মৃত্যুর ঘটনা সামনে এল সোমবার হাওড়া উলুবেড়িয়ায়। উদ্ধার পূর্ণ বয়স্ক বাঘরোলের নিথর দেহ, ঘটনাস্থলে বন দপ্তর। বাঘরোলের নিথর দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার ফুলেশ্বর স্টেশন লাগোয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ফুলেশ্বর স্টেশন লাগোয়া রেল ট্র্যাকের একটি পূর্ণ বয়স্ক বাঘরোলের দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রাই বাঘরোলের দেহটিকে উদ্ধার করে রেলট্র্যাকের পাশে সরিয়ে দেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রেনের ধাক্কাতে পূর্ণ বয়স্ক বাঘরোলটির মৃত্যু ঘটে থাকতে পারে। তবে এব্যাপারে নিশ্চিত নন স্থানীয় মানুষ।
দীর্ঘক্ষণ বাঘরোলের দেহটি পরে থাকে। এগিয়ে আসেন স্থানীয় কাউন্সিলর গণেশ চক্রবর্তী। তিনি বন দফতরে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। বাঘরোলটির নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বন দফতর। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বাঘরোল 'বিপন্ন' তালিকাভুক্ত। বাঘরোলকে বাঁচাতে লাগাতার প্রচার চালিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এর মধ্যে গত এক বছরে একাধিক বাঘরোল মৃত্যুর ঘটনা সামনে এসেছে। প্রায় সারা বছর বিভিন্ন কর্মসূচি বাঘরোলকে রক্ষা করতে।
advertisement
আরও পড়ুন - এ কি অবস্থা হাসপাতালে! গোটা চত্বর যেন গরু ছাগলের খোঁয়ার!
কখনও দেখা যায়, শিকারিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা গ্রামেগঞ্জে মানুষকে সচেতন বিভিন্ন ব্যানার,পোষ্টার,আলোচনা সভা এ বিষয়ে দারুণ ভাবে সক্রিয় ভূমিকা পালন করছে, বন্দপ্তর পশুপ্রেমী মানুষ ও সংগঠন। তার ফলে কিছু অংশের মানুষ সচেতন হলেও, বিভিন্ন কারণে বাঘরোল মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। তা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
advertisement
advertisement
RAKESH MAITY
view commentsLocation :
First Published :
August 02, 2022 1:04 PM IST