Howrah News: পুজোর মন্ডপে বাড়ছে থিমের সাজ, অর্থনৈতিক দিশা দেখছেন শিল্পীরা
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
দারুণভাবে বেড়েছে থিমের মন্ডপ সাজানোর প্রবণতা। আর তাতেই আশায় বুক বেঁধেছেন গ্রাম থেকে শহরের শিল্পীরা। দেখছেন অর্থনৈতিক দিশা
হাওড়া: সেলফিতেই খুশি হচ্ছে শিল্পী! এখন পুজো মানে শুধু ঠাকুর দেখেই ক্ষান্ত নয় মানুষ। বর্তমান সময়ে পুজোয় বেড়েছে থিমের রমরমা। কয়েক বছর আগে পর্যন্ত মানুষ শুধুই ঠাকুর দেখার উদ্দেশ্যে পুজো পরিক্রমায় বের হত। তবে বর্তমানে ঠাকুর দেখার পাশাপাশি মানুষের দারুণ আকর্ষণ থিমের মন্ডপে। সেই দিক গুরুত্ব রেখেই জেলা জুড়ে গ্রাম বা শহর সর্বত্রই থিমের মন্ডপ। এতে নতুন করে অর্থনৈতিক ভাবে শিল্পীদের দিশা দেখাচ্ছে এই থিম সাজ। এর মধ্যমেই প্রায় সারা বছর হাতে কাজ তাদের।
যদিও বহু প্রতিভাবান শিল্পী রয়েছে যারা এই থিমের বা মণ্ডপ সজ্জা থেকে নিজেদের দূরে রেখেছে। তবে বহু শিল্পী আবার এই পুজোর মরশুমে থিমের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা মানুষের সামনে তুলে ধরছে বেশ আনন্দের সঙ্গে। এটাই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করেন। তাই প্রায় সারা বছর এই দিনের অপেক্ষায় থাকেন শিল্পীরা। পুজো মানে সেই সমস্ত শিল্পীরা দারুণভাবে উপভোগ করার একটি মাধ্যম বা সময়। বর্তমানে পুজোয় ডেকোরেটরের মন্ডপের সঙ্গেই শৈল্পিক কারুকার্য ফুটে উঠছে মন্ডপে মন্ডপে।
advertisement
advertisement
এই কয়েক বছরে জেলায় দারুণভাবে বেড়েছে থিমের মন্ডপ সাজানোর প্রবণতা। শহরের সঙ্গে তাল মিলিয়ে গ্রামের মন্ডপ গুলিতেও থিমের আয়োজন। এ প্রসঙ্গে শিল্পী মানুষ বাউর জানান, গত কয়েক বছর ধরে থিমের মন্ডপ সাজানোর কাজে যুক্ত। শুরুতে অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে থেকে মন্ডপ সাজানোয় হাত লাগানো। তবে বর্তমানে একাধিক মণ্ডপ সাজানোর দায়িত্ব নিজের কাঁধে। বর্তমানে গ্রাম বা শহর ছোট বড় শিল্পী সমন্বয়ে জেলায় বহু মন্ডপ সেজে উঠছে। এতে অর্থনৈতিক দিক তো রয়েছে। সেদিক থেকে আশার আলো বহু শিল্পীর কাছে।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 4:59 PM IST