Howrah News: দীপাবলিতে খুশির জোয়ার! ভাঙা বাঁশের সাঁকো নতুন করে ফিরে পেল আমতার মানুষ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
কয়েকদিন আগে জলের তোড়ে ভেঙে গিয়েছিল মুন্ডেশ্বরী নদীর উপরে থাকা কুলিয়া ঘাট, গায়েনপাড়া ও আজানাগাছির তিনটি বাঁশের সাঁকো। এর জেরে হাওড়া জেলার একমাত্র দ্বীপাঞ্চল আমতা-২ ব্লকের ভাটোরার সাথে মূল ভূখন্ডের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
#হাওড়া : কয়েকদিন আগে জলের তোড়ে ভেঙে গিয়েছিল মুন্ডেশ্বরী নদীর উপরে থাকা কুলিয়া ঘাট, গায়েনপাড়া ও আজানাগাছির তিনটি বাঁশের সাঁকো। এর জেরে হাওড়া জেলার একমাত্র দ্বীপাঞ্চল আমতা-২ ব্লকের ভাটোরার সাথে মূল ভূখন্ডের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এর ফলে সাঁকোর পরিবর্তে মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন ইঞ্জিন চালিত নৌকায় যাতায়াত করতে হচ্ছিল দ্বীপাঞ্চলের হাজারো মানুষকে৷ এদিকে সাঁকো ভেঙে যাওয়ার পরই মেরামতির কাজ শুরু হয় দ্রুত, এবার সেই সাঁকো ফের নতুন তৈরি করে দীপাবলিতে খুলে দেওয়া হল।
তাতে এলাকার মানুষ ভীষণ ভাবে আনন্দিত, একদিকে যেমন হাজারো মানুষকে কষ্ট করে পারাপার করতে হচ্ছিল সেই সঙ্গে সাঁকোয় পারাপার অনেকটাই কম সময়ের। সোমবার থেকে আবারও চালু হল বাঁশের সাঁকো। আমতা-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেলুয়ার হোসেন মিদ্দ্যা জানান, প্রায় ছ'লক্ষ টাকা ব্যয়ে নতুন সাঁকোটি তৈরি করা হয়েছে। এর ফলে উপকৃত হবেন দ্বীপাঞ্চলের কয়েক হাজার মানুষ।
advertisement
আরও পড়ুনঃ কালীপুজো মানেই পাঁচলা জয়নগর মিলন সংঘের মন মাতানো থিম!
যদিও, দ্বীপাঞ্চলের মানুষের ব্রিজের দাবি দীর্ঘদিনের। কিছুদিন আগেই প্রস্তাবিত কুলিয়া ব্রিজের এলাকা পরিদর্শন করেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়, স্থানীয় বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্যরা। স্থানীয় মানুষের দীর্ঘদিনের আশা, র্দীর্ঘদিনের জমিজট কাটিয়ে হয়ত খুব শীঘ্রই চালু হবে কুলিয়ায় ব্রিজ তৈরির কাজ। হাজারো মানুষ অপেক্ষায় রয়েছেন কবে তাদের দীর্ঘদিনের সমস্যা দূর হবে।
advertisement
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
October 24, 2022 7:44 PM IST