Howrah News: ব্যারিকেডে ঘেরা ‌যাত্রী প্রতীক্ষালয়! কী লাভ ‌যদি ব্যবহারই না করা ‌যায়!

Last Updated:

প্রতীক্ষালয়ের সামনে ব্যারিকেড। গত কয়েক বছর ধরে প্রতীক্ষালয়ের সামনে ব্যারিকেড, উদাসীন প্রশাসন। ঝাঁ চকচকে প্রতীক্ষালয় নির্মিত হলেও নির্মাণের পর থেকেই যাত্রীরা ব্যবহার থেকে বঞ্চিত রয়ে গেছে আজও।

+
title=

#হাওড়া : প্রতীক্ষালয়ের সামনে ব্যারিকেড। গত কয়েক বছর ধরে প্রতীক্ষালয়ের সামনে ব্যারিকেড, উদাসীন প্রশাসন। ঝাঁ চকচকে প্রতীক্ষালয় নির্মিত হলেও নির্মাণের পর থেকেই যাত্রীরা ব্যবহার থেকে বঞ্চিত রয়ে গেছে আজও। জানা যায় ২০১৬ সাল নাগাদ হাওড়া আমতা রোডের চন্দ্রপুরছোটপোল সংলগ্ন বাস স্টপেজে আমতা যেতে বাম দিকের লম্বা যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ শুরু হতে এলাকার মানুষ দারুণভাবে খুশি হয়। তবে সেই খুশি ক্ষণস্থায়ী ছিল, কারণ যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ সম্পূর্ণ হবার কয়েক বছর কেটে যাবার পরেও সেই প্রতীক্ষালয় ব্যবহার করতে পারেনি যাত্রীরা।
আমতা-১ চন্দ্রপুর ছোটপোল সংলগ্ন বাস স্টপেজে দুই দিকে দুইটি এ যাত্রী প্রতীক্ষালয় আমটা যেতে বাম দিকে লম্বা যাত্রী প্রতীক্ষালয়টি, যাত্রীদের ব্যবহারে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি ব্যারিকেড, লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতীক্ষালয় নির্মাণ হলেও আজও অবহেলিত হয়েই পড়ে রয়েছে। তার ফলেই উঠছে এ প্রশ্ন! মানুষের স্বার্থে লক্ষ লক্ষ টাকা ব্যয় নির্মাণ হওয়া যাত্রী প্রতীক্ষায় কেন মানুষ আজও যাত্রীরা ব্যবহার থেকে বঞ্চিত।
advertisement
আরও পড়ুনঃ বিপজ্জনক জাতীয় সড়ক! রাতের অন্ধকারে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা! নীরব কর্তৃপক্ষ
এই প্রসঙ্গে আমতা -১ পঞ্চায়েত সমিতির পুর্তের কর্মাধ্যক্ষ তপন চক্রবর্তী এ প্রসঙ্গে বলেন, বিধায়কের খামখেয়ালিতে, যা পরিকল্পনাবিহীন ভাবে করা হয়েছে বলেই তিনি জানান। এলাকার মানুষ চাইছেন দ্রুত ওই ব্যারেকেড সড়িয়ে সাধারণ মানুষ অর্থাৎ যাত্রীদের ব্যবহারের উদ্দেশ্যে খুলে দেয়া হোক ওই প্রতীক্ষালায়। সাধারণ মানুষেরও মনে প্রশ্ন লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্মিত হওয়া প্রতীক্ষালয় মানুষের দ্বারা না ব্যবহার হয়েই নষ্ট হয়ে পড়ছে।
advertisement
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ব্যারিকেডে ঘেরা ‌যাত্রী প্রতীক্ষালয়! কী লাভ ‌যদি ব্যবহারই না করা ‌যায়!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement