Howrah News: এই জগদ্ধাত্রী পুজোর জন্য সারা বছর অপেক্ষায় থাকেন মানুষ

Last Updated:

বছর ভোর দিনগনা জগদ্ধাত্রী পুজোর অপেক্ষায় গ্রামের হাজারো মানুষের, পাঁচলার গোন্ডলপাড়া ভৈরবীতলা শতদল পরিচালিত জগদ্ধাত্রী পুজো, এই পুজো শুধু গন্ডলপাড়া গ্রাম নয়, পুজোয় মেতে ওঠে আশেপাশের দুই থেকে তিনটি গ্রামের মানুষ, প্রতিমা গড়া শুরু হলেই গ্রামের মানুষের মনে খুশির জোয়ার আনে

+
৮৯

৮৯ তম বর্ষে গন্ডোলপাড়া শতদল পরিচালিত জগদ্ধাত্রী পুজো

#হাওড়া : বছর ভোর দিনগনা জগদ্ধাত্রী পুজোর অপেক্ষায় গ্রামের হাজারো মানুষের, পাঁচলার গোন্ডলপাড়া ভৈরবীতলা শতদল পরিচালিত জগদ্ধাত্রী পুজো, এই পুজো শুধু গন্ডলপাড়া গ্রাম নয়, পুজোয় মেতে ওঠে আশেপাশের দুই থেকে তিনটি গ্রামের মানুষ, প্রতিমা গড়া শুরু হলেই গ্রামের মানুষের মনে খুশির জোয়ার আনে, দুর্গাপুজোর থেকেও ঢের বেশি আনন্দের এই জগদ্ধাত্রী পুজো এমনটাই জানান গ্রামের মানুষ। গ্রামের ৮ থেকে ৮০ এই পুজোর কটা দিন সারাক্ষণ কাটে মন্ডপ প্রাঙ্গনে থেকে।
নিয়ম মেনে মহা অষ্টমীর সন্ধায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে দুইদিন পুজো অনুষ্ঠান চলে। পুজোকে কেন্দ্র করে প্রায় সপ্তাহ যাবত বিভিন্ন অনুষ্ঠান সূচি অনুষ্ঠিত হয় প্রায় প্রতিবছর। যদিও গত দু'বছর করোণা আব হয়ে সমস্ত অনুষ্ঠানসুচি কাটছাঁট করে শুধুমাত্র নিয়ম মেনে মাতৃ আরাধনা অনুষ্ঠিত হয়েছে তবে এই বছর পুরনো ছন্দেই আলোকসজ্জা থেকে বিশাল আকৃতির আদি মায়ের মূর্তি যা দর্শকদের মনমুগ্ধ করে।
advertisement
আরও পড়ুনঃ হাওড়ায় আছে মিনি চন্দননগর! জানতেন নাকি!
যদিও মন্ডপ আটচালা, তবে সেই আটচালা মন্ডপে মাতৃ আরাধনা আরতি দেখতে গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ এসে হাজির হন। এ বছর আরোম্বরে আরো জাকজমক করে গন্ডলপাড়া শতদল পরিচালিত পুজো এ বছর ৮৯ তম বর্ষে মা জগদ্ধাত্রী আরাধনা। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পাঁচলা ব্লক সমষ্টি আধিকারিক ডা: ঈশা ঘোষ পাঁচলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক, ডিএসপি সুমন কান্তি ঘোষ, পাঁচলা অফিসার ইনচার্জ যতীনময় মন্ডল পাঁচলা ৫০ সমিতির কর্মাধ্যক্ষ শান্তি রঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি গণ।
advertisement
advertisement
Rakesh Maity
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: এই জগদ্ধাত্রী পুজোর জন্য সারা বছর অপেক্ষায় থাকেন মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement