Howrah News: অবাক কাণ্ড! কলেজ পড়ুয়ার জন্য প্রাণে বাঁচল ৬ ফুটের কেউটে ৩ ফুটের চন্দ্রবোড়া, জানুন কীভাবে

Last Updated:

Howrah News: কলেজ পড়ুয়ার হাত ধরে প্রাণ বাঁচল দুই কেউটে ও একটি চন্দ্রবোড়া সাপের, স্থানীয় মানুষকে বুঝতে তাদের সহযোগিতায় সাপ গুলিকে ছাড়া হলো ঘটনাস্থলের থেকে ১০০ মিটারের মধ্যে। 2 snakes rescue at howrah

সাপ উদ্ধার
সাপ উদ্ধার
হাওড়া: জোয়ারের জল বাড়লেই মাছ ধরার প্রবণতা দেখা যায় গ্রামীণ এলাকায়। এবার জোয়ারের জলবাড়তে গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মাছ ধরতে মুগরী বসানো। আর সেই মাছ ধরার ফাঁদে আটকে পড়ছে নানা বিষধর সাপ। এমনই ঘটনা সামনে এল শ্যামপুর এক নম্বর ব্লকের দেউলী এলাকায়। উদ্ধার দুটি কেউটে ও একটি চন্দ্রবোড়া সাপ।
ঘটনাটির কথা ফোনে জানতে পারেন, ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুরের সক্রিয় সদস্য অভীক মাইতি। সে জানায়, ফোন করে দেউলি এলাকার বনি খান জানায় মাছ ধরার ‘ মুগরী’ তে আটকে পরেছে দুটি ছয়ফুটের কেউটে ও একটি তিন ফুটের চন্দ্রবোড়া সাপ। খবর শুনে তৎক্ষণাৎ পরিবেশকর্মী অভীক মাইতি এবং তার বন্ধু বিশ্বজিৎ মাইতিকে নিয়ে ঘটনাস্থলে রওনা দেয়। সেখান থেকে প্রথমে সাপগুলি উদ্ধার করে। যেই স্থান থেকে সাপ গুলি মুগরী তে ধরা পড়েছে। সেটাই তাদের বাসস্থান ওদের বেচেঁ থাকার আদর্শ স্থান। সে কথা ভেবে অভিক এবং বিশ্বজিৎ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরিবেশের পক্ষে সমস্ত বন্য প্রাণীর কিছু উপকারী গুণ রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: সেই রানিনগরে মনোনয়ন জমায় ‘রামধনু’ জোট! প্রথম দিন তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল এলাকা
সেই দিক থেকে এই সমস্ত সাপের মত প্রাণীদের পরিবেশে গুরুত্ব পূর্ণ ভূমিকা রয়েছে। বেশ কিছুক্ষণ চেষ্টায় স্থানীয় দের তা বোঝানো সম্ভব হয়। ঘটনা স্থলে থেকে ১০০ মিটার এলাকার মধ্যে সাপগুলিকে মুক্ত করে দেওয়া সম্ভব হয়। যদিও ঘটনা স্থলের কাছাকাছি ছাড়া অনেক ক্ষেত্রে সম্ভব হয়না। তবে স্থানীয় বেশ কিছু মানুষের সহযোগিতায় সম্ভব হয় বলে জানা গেছে। উপস্থিত মানুষজনকে সাপের উপকারিতা বুঝিয়ে দেওয়ার পরেই এলাকাবাসী সম্মতি দেন। শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের এর প্রাণীবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সক্রিয় পরিবেশ কর্মী অভীক মাইতি বলেন বন্যপ্রাণ বাঁচাতে সর্বদা তৎপর ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপ।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: অবাক কাণ্ড! কলেজ পড়ুয়ার জন্য প্রাণে বাঁচল ৬ ফুটের কেউটে ৩ ফুটের চন্দ্রবোড়া, জানুন কীভাবে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement