Kali Puja 2023: স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে শুরু 'ছোটদের পুজো', বাকিটা ইতিহাস
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাওড়ার এই গ্রামে দুর্গাপুজো হয় না। তাই ১৫ বছর আগে খুদেরা নিজেদের টিফিন খরচ বাঁচিয়ে কালী পুজো করার উদ্যোগ নিয়েছিল
হাওড়া: পড়ুয়াদের টিফিন খরচ বাঁচানোর টাকায় কালীপুজো! আমতার সোনামুই গ্রামের কুন্ডু পাড়াতে বছর ১৫ আগে এভাবেই কালীপুজো শুরু করেছিল ৭-৮ জন ছোট ছোট পড়ুয়া। গোটা বছর ধরে সপ্তাহে পাঁচ টাকা করে জমিয়ে শুরু হয়েছিল এই পুজো। সেই শুরু, যা আজও চলে আসছে।
আরও পড়ুন: পদে বসেই রাজ্যের সঙ্গে দূরত্ব কমাতে চেষ্টা বিশ্বভারতীর নতুন উপাচার্যের! বিদ্যুৎকে ডাকল পুলিশ
হাওড়ার এই গ্রামে দুর্গাপুজো হয় না। তাই ১৫ বছর আগে খুদেরা নিজেদের টিফিন খরচ বাঁচিয়ে কালী পুজো করার উদ্যোগ নিয়েছিল। এই কালীপুজো এলাকায় কুন্ডু পাড়ার ছোটদের পুজো নামে খ্যাত। যদিও সেই ছোটরা আজ বড় হয়ে প্রত্যেকেই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠা পেয়েছে। সেই সময় গ্রামের ছোটদের কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বড়রা। এবার ১৭ তম বর্ষে পা দিয়েছে এই পুজো।
advertisement
advertisement
ছোট ছোট ছেলেদের হাত ধরে শুরু হয় এই পুজো এখন আর ছোট নেই, বরং হয়েছে থিমের মণ্ডপ। এবারও রমেশ, সুজিত, শুভম, অর্পণ, প্রীতম, অমিত, অরিত্র, রাজেশ আর সায়নী, সঞ্চিতা’র কাঁধে আছে মণ্ডপ সজ্জার দায়িত্ব। মণ্ডপে থাকছে সমাজ সচেতনতার বার্তা। মণ্ডপ সজ্জায় বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার বার্তা ফুটিয়ে তোলা হয়েছে। এবার প্রায় দেড় মাস আগে থেকে শুরু হয়েছিল মণ্ডপ সজ্জার কাজ। বাঁশ কাটা থেকে শুরু করে সমস্ত কাজেই ছোট-বড় মিলে হাত লাগিয়েছে। এই প্রসঙ্গে শিল্পী অর্ঘ্য কুণ্ডু জানান, এই থিম মানুষের হৃদয় স্পর্শ করবে। এই থিমের হাত ধরে ফিরতে পারে মানুষের চেতনা।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 9:23 AM IST