Hooghly News- শেওড়াফুলিতে আয়োজিত শ্রী শ্রী শীতলা মাতার পুজো
- Published by:Samarpita Banerjee
Last Updated:
ষষ্ঠী থেকে দশমী চারদিন পুজো হয় শীতলা মাতার
#হুগলি- শেওড়াফুলির বহু পুরনো একটি পুজো হলো শীতলা মাতার পুজো। এই পুজোকে কেন্দ্র করে আয়োজিত হয় এক বিরাট মেলা। চারদিনব্যাপী এই পুজো নানারকম নিয়মের মধ্যে দিয়ে পালিত হয়। ষষ্ঠী থেকে দশমী চারদিন পুজো হয় শীতলা মাতার। মহা অষ্টমীর দিন ভক্তদের ভিড় উপচে পড়ার মতন থাকে। এদিন দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন মায়ের কাছে জল ঢালতে।
এই পুজোর একটি কথিত ইতিহাস রয়েছে। অতীতে কোনো এক চাষী সম্প্রদায়ের শীলা পুজো থেকে এই পুজোর শুরু। একটি বটগাছের নীচে এই পুজো শুরু হয়। পরবর্তীতে তা স্থানান্তরিত হয়ে বর্তমান মন্দিরের সৃষ্টি। ভক্তদের বিশ্বাস, শীতলা দেবী তুষ্ট হলে ভক্তদের হাম এবং পক্স এর মতো রোগ থেকে প্রতিকার মিলবে। পক্স রোগের স্থানীয় নাম মায়ের দয়া। পুরোহিতরা বলেন শীতলা মায়ের চরণামৃত খেলে মায়ের দয়ার প্রতিকার মিলবে। এই যুক্তি বৈজ্ঞানিকভাবে কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন থাকলেও, ভক্তদের মনে শীতলা মায়ের প্রতি আস্থার কোনো প্রশ্নই নেই।
advertisement
Rahi Haldar
advertisement
Location :
First Published :
Mar 10, 2022 9:25 PM IST






