Hooghly News: ভোটের আগে বড়সড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের... নির্বাচনের কয়েকঘণ্টা আগেই যা হল
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বেশ কিছু কর্মী।
খানাকুল, হুগলি:পঞ্চায়েত নির্বাচনের কয়েক ঘণ্টা আগেই বড়সড় ধাক্কা গেলেও শাসক দল। এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল বেশ কিছু কর্মী। ঘটনাটি হুগলির খানাকুলের নতিবপুর এলাকায়। এদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের হাত ধরে যোগদান করলো। বিজেপির দলীয় কার্যালয়ে তাদের হাতে বিজেপি পতাকা তুলে দেন বিধায়ক। প্রায় ২২জন তৃণমূল কর্মী যোগদান করে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
পঞ্চায়েত ভোটে দলের প্রার্থী নিয়ে আরামবাগ মহকুমা জুড়ে শাসকদলের মধ্য়ে শুরু হয়েছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তীব্র ক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অনেকদিন ধরেই খানাকুল জুড়ে পদ্মফুলে যোগদান করার জন্য প্রস্তুত ছিল। এবার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বেশ কিছু জন যোগদান করে।
তবে দল ছাড়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানিয়েছেন তাঁরা দীর্ঘদিন ধরে দলকে ভালবাসতেন এবং কাজ করতেন। পঞ্চায়েত ভোটে যে সব প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে তাঁরা শুধুমাত্র টাকার বিনিময়ে ব্লক সভাপতি এবং জেলা সভাপতি প্রার্থী করেছেন। প্রথম থেকে যারা তৃণমূল কংগ্রেস করে এল তাদেরকে টিকিট না দেওয়ার কারণে এবং সাধারণ মানুষের কাজ থেকে বঞ্চিত করার জন্যই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্মীরা।
advertisement
advertisement
অন্যদিকে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানান, তৃণমূল কংগ্রেস দলটা পুরোটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে। দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে। তাই কর্মীরা কাজ না করতে পেরে দিকে দিকে বিজেপিতে যোগদান করছেন।
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2023 8:08 PM IST