Panchayat Election 2023: সিপিএমের মহিলা প্রার্থীকে চুলের মুঠি ধরে মার! কাঠগড়ায় টিএমসি, মনোনয়ন প্রত্যাহার ঘিরে আরামবাগে তুলকালাম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Panchayat Election 2023 :প্রার্থী প্রত্যাহার নিয়ে অশান্তি অব্যাহত আরামবাগেও। সিপিএম কর্মীদের উপর লাগাতার হুমকির মধ্যে এবার সিপিএমের মহিলা প্রার্থীর চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আরামবাগ: পঞ্চায়েতের নির্বাচনের মনোনয়ন দাখিল পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি-বোমাবাজি-রক্তপাত সর্বোপরি প্রাণনাশের সাক্ষী থেকেছে এ বাংলা। বিশেষ করে দক্ষিণের জেলাগুলি থেকেই অশান্তির খবর বেশি পাওয়া গিয়েছিল। এবার মনোনয়ন পর্ব শেষে প্রার্থী পদ প্রত্যাহারকে ঘিরেও দিকে দিকে অশান্তি। বেশিরভাগ জায়গাতেই বিরোধীদের বলপূর্বক মনোনয়ন প্রত্যাহার করানোর চেষ্টা করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। প্রার্থী প্রত্যাহার নিয়ে অশান্তি অব্যাহত আরামবাগেও। সিপিএম কর্মীদের উপর লাগাতার হুমকির মধ্যে এবার সিপিএমের মহিলা প্রার্থীর চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ছেলে। ভাঙচুর করা হয় বাড়ি ও বাইক।কাঠগড়ায় সেই তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার শাসকের।
আরামবাগের তিরোল পঞ্চায়েতের চন্ডিবাটি এলাকার সিপিএম প্রার্থী নাসিমা বেগম। অভিযোগ, সিপিএমের হয়ে মনোনয়ন দেওয়ার পর থেকেই প্রার্থী পদ তোলার জন্য নানান হুমকি জোটে। তার পরেও মনোনয়ন প্রত্যাহার না করায় শনিবার গভীর রাতে বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। সিপিএম প্রার্থী ও তাঁর পরিবারের দাবি, এক দল তৃণমূল কর্মী প্রথমে বাড়িতে চড়াও হয়। তার পর বাড়িতে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় বাইকেও।এমনকি প্রার্থী প্রত্যাহার না করায় সিপিএমের মহিলা প্রার্থীর চুলের মুঠো ধরে মারধর করা হয় বলে অভিযোগ। লাঠি বাঁশ দিয়েও হামলা চালানোর অভিযোগ ওঠে। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হতে হয় সিপিএম প্রার্থীর ছেলেও।
advertisement
advertisement
ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সিপিএমের পক্ষ থেকে অভিযোগ, ভোটে লড়াই করতে পারবে না বুঝতে পেরে আরামবাগের দিকে দিকে সিপিএম প্রার্থীদের বাড়িতে হামলা, হুমকি, মারধর করা হচ্ছে। যদিও যাবতীয় অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবি পারিবারিক অশান্তির জেরে গন্ডগোল।তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে মনোনয়ন তোলাকে কেন্দ্র করে আরামবাগ সহ হুগলির বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ
advertisement
বাপন সাঁতরা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2023 12:48 PM IST