Hooghly News: রবির মরশুম ভরাডুবির হাত থেকে বাঁচতে মরিয়া জেলার কৃষকরা

Last Updated:

যে সময় চাষের জমিতে বীজ রোপন করে ফসল উৎপাদনের সময় সেই সময় চাষ জমিতে জল জমে যাওয়ার দরুন ব্যাপক ক্ষতির সম্মুখীন জেলার চাষীরা

+
চাষ

চাষ জমিতে বৃষ্টির জল বার করার চেষ্টায় কৃষকরা

হুগলি: অসময়ে বৃষ্টির ফলে দুর্ভোগের শিকার হয়েছেন চাষীরা। যে সময় চাষের জমিতে বীজ রোপন করে ফসল উৎপাদনের সময় সেই সময় চাষ জমিতে জল জমে যাওয়ার দরুন ব্যাপক ক্ষতির সম্মুখীন জেলার চাষীরা। ভরা রবির মরশুমে ভরাডুবি যাতে না হয় সেই কারণেই বৃষ্টির মধ্যেই মাঠের চাষ জমি থেকে জল সরাতে ব্যস্ত কৃষকরা।
হুগলিতে এখন ভরা রবি মরসুম। এই সময় জেলার বিভিন্ন প্রান্তে চাষ জমিতে শীতকালীন ফসলের পাশাপাশি চাষ হয় আলুর। হুগলি জেলায় এবার ৯১ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাত্রা নেওয়া হয়েছে। তার পঞ্চাশ শতাংশ জমিতে আলু বসানো হয়েছে গেছে। খরিফের ধান তুলে আলু বসানোর কাজ চলছেসিঙ্গুর, হরিপাল, পোলবা-দাদপুর, পান্ডুয়া,ধনিয়াখালী সহ বিভিন্ন ব্লকে।
advertisement
advertisement
ডিসেম্বরে যখন ঠান্ডা পরতে শুরু হয় মাটি শুকনো থাকে রৌদ্রজ্বল আকাশ থাকে আলু চাষের সেটা হল উপযুক্ত সময়। কনকনে ঠান্ডায় গাছ বড় হয় আর মাটির তলায় আলু বাড়তে থাকে। এই সয়ম বৃষ্টি হলে আলু চাষে ক্ষতি হয়। মিগজাউমের প্রভাবে নিম্নচাপে গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি হয়েছে বিক্ষিপ্ত ভাবে। আজও একই ভাবে কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টি চলছে জেলা জুড়ে। ফলে আলু চাষের জমিতে জল দাঁড়িয়ে গেছে।
advertisement
পোলবায় দেখা গেলআলু জমি থেকে আল কেটে জল বের করার চেষ্টা করছেন চাষীরা। যদিও বৃষ্টি হয়ে চলেছে এক নাগারে। অনেক চাষী এসময় ঋণ নিয়ে আলু চাষ করেন।আলু জমিতে দীর্ঘ সমস জল জমে থাকলে মাটির তলায় থাকা আলু পচে যাবে।নতুন করে আবার চাষ করতে খরচ হবে। এছাড়া জমি ভিজে থাকায় আবার আলু চাষের উপযুক্ত করতে সময় লাগবে। ফলে আলু চাষ পিছিয়ে যাবে। চাষ পিছিয়ে গেলে ফলন মার খাবে, আশঙ্কায় চাষীরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
হুগলি জেলা কৃষি উপ অধিকর্তা প্রিয়লাল মৃধা জানিয়েছেন,গত ২৪ ঘন্টায় ১৭.০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।আজকে বৃষ্টি আরও কিছুটা বেশি হবে।বৃষ্টি না থামলে ক্ষতি হবে।থেমে গেলে জমি থেকে জল বেরিয়ে যাবে তখন হয়ত অতটা ক্ষতি হবে না। এখনই ক্ষয়ক্ষতির হিসাব করা যাবে না।বৃষ্টি থামলে দেখতে হবে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রবির মরশুম ভরাডুবির হাত থেকে বাঁচতে মরিয়া জেলার কৃষকরা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement