Viswakarma Puja 2023: সুতো ছাড়াই উড়ছে ঘুড়ি! আকাশ জুড়ে ওগুলো কী?

Last Updated:

হুগলির চুঁচুড়ায় ঘুড়ি ওড়ানো হল সুতো ছাড়াই। কারণ ঘুড়ির মতন করে ফানুস তৈরি করে আকাশে ওড়ালেন জেলা ও জেলার বাইরে থেকে আসা ফানুস প্রস্তুতকারকরা। 

+
title=

হুগলি: বিশ্বকর্মা পুজো ঘুড়ির উৎসব। আকাশে ঝাঁক ঝাঁক ঘুড়ি ওড়ার দিন। ছিল, চাদিয়াল, পেটকাটি, মুখপোড়া, পোন্তে কত ঘুড়ির মেলা লাগবে আকাশ জুড়ে। তবে হুগলির চুঁচুড়ায় ঘুড়ি ওড়ানো হল সুতো ছাড়াই। কারণ ঘুড়ির মতন করে ফানুস তৈরি করে আকাশে উড়ালেন জেলা ও জেলার বাইরে থেকে আসা ফানুস প্রস্তুতকারকরা।
এই বছর বিশ্বকর্মা পুজো ১৭ তারিখে পড়লেও বিভিন্ন জায়গায় রবিবার থেকেই পুজিত হচ্ছেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে বাংলা জুড়ে। রবি বার থেকেই জেলার বিভিন্ন প্রান্তের আকাশ ছেয়ে রয়েছিল ঘুড়িতে। কিন্তু হুগলির চুঁচুড়ায় উড়ল যেন আকাশ জুড়ে ফানুস ঘুড়ি। বড় বড় ফানুসে ঘুড়ির আদল, ঘুড়িও ছিল।
advertisement
advertisement
ফুটবল রাজপুত্র মারাদোনাকে শ্রদ্ধা জানাতে ফুটবল ফানুস ওড়ানো হয়। আর্জেন্টিনার জার্সির রঙ নীল সাদা সেই নীল সাদা ফানুসও ওড়ানো হয়। মারাদোনার জার্সি নম্বর ছিল দশ তাই দশটি ফানুস ছাড়া হয় এদিন। কলকাতা বরানগর সহ বিভিন্ন জায়গা থেকে ফানুস প্রস্তুতকারকরা হাজির ছিলেন।চুঁচুড়ার মনসাতলা এলাকায় এইদিন বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই ফানুস ওড়ানোর আয়োজন করা হয়।
advertisement
এই বিষয়ে এক ফানুস প্রস্তুতকারক সুশোভন দত্ত তিনি জানান, আগে একটা সময় তার বাড়ির বাবা কাকারা সবাই ফানুস তৈরি করতেন। এখন বর্তমানে তিনি একাই তৈরি করছেন। বিভিন্ন পূজা-পার্বণ বা বিশেষ দিনে তারা সেই দিন অনুযায়ী ফানুস তৈরি করেন। বিশ্বকর্মা পুজো ঘুড়ির দিন তাই ঘুড়ির আকৃতির ফানুস তারা বানিয়ে আকাশে উড়াচ্ছেন।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Viswakarma Puja 2023: সুতো ছাড়াই উড়ছে ঘুড়ি! আকাশ জুড়ে ওগুলো কী?
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement