Hooghly News: রামকৃষ্ণ পরমহংসদেবের নামাঙ্কিত মেলার গায়ে চুরির কলঙ্ক, বাদ যাচ্ছেন না সাংবাদিকও
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
তিনটি মোবাইল ফোন ও বেশ কয়েকজনের মানি ব্যাগ চুরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রতি বছরই এই মেলায় চুরির ঘটনা ঘটে তবে। তবে এবার চোরের উৎপাত যেন একটু বেশিই।
হুগলি: ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নামাঙ্কিত কামারপুকুর মেলার গায়ে চুরির কলঙ্ক। নিত্যদিন দর্শনার্থীদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস চুরি হচ্ছে এখানে। আরামবাগ মহকুমার ঐতিহ্যবাহী মেলাগুলির মধ্যে অন্যতম কামারপুকুরের এই মেলা। কিন্তু সেখানে ধারাবাহিকভাবে দর্শনার্থীদের মোবাইল ফোন ও মানি ব্যাগ খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। অদ্ভুতভাবে হাতের কায়দায় মেলার মধ্যে ব্যাগ থেকে মোবাইল ফোন ও প্যান্টের পকেট থেকে মানি ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছে চোরের দল। এ যেন ভোজবাজি!
শুক্রবারও তিনটি মোবাইল ফোন ও বেশ কয়েকজনের মানি ব্যাগ চুরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রতি বছরই এই মেলায় চুরির ঘটনা ঘটে তবে। তবে এবার চোরের উৎপাত যেন একটু বেশিই। হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত একটি প্রথম সারির দৈনিক সংবাদপত্রের সাংবাদিক কামারপুকুর মেলায় বন্ধুদের নিয়ে বেড়াতে এসেছিলেন। তাঁরও ব্যাগের চেন টেনে অদ্ভুত হাতের কায়দায় দামি মোবাইল ফোন চুরি করে পালায় চোরবাবাজি। মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ সব তথ্য ছিল। সেই ফোন হারিয়ে এখন কপাল চাপড়াচ্ছেন সাংবাদিক।
advertisement
advertisement
জানা গিয়েছে, ওই সাংবাদিক ছাড়াও এক মহিলা সহ আরও দু'জনের মোবাইল ফোন ও সাতটি মানি ব্যাগ চুরি হয়েছে। এদিকে ওই সাংবাদিক খোয়া যাওয়া মোবাইল উদ্ধারের জন্য গোঘাট থানার দ্বারস্থ হন। পাশাপাশি আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডলকে গোটা বিষয়টি জানান। পুলিশ অবশ্য জানিয়েছে তারা ট্র্যাকিং নম্বর ধরে চুরি হওয়া মোবাইলগুলি উদ্ধারের চেষ্টা করছে।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 6:08 PM IST