Hooghly News: ভবাদিঘিকে বাঁচাতে একজোট গ্রামবাসীরা, তাতেই থমকে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল যোগাযোগ
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
গ্রামের হৃৎপিণ্ড ভবাদিঘি, তাকে কোনমতেই হাতছাড়া করা যাবে না। রেলের বিরুদ্ধে 'জেহাদ' ঘোষণা অনড় গ্রামবাসীদের
হুগলি: দীর্ঘদিন ধরে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল যোগাযোগ থমকে আছে। গোঘাটের ভাবাদিঘিকে বাঁচাতেই এই রেললাইনকে জোড়া যাচ্ছে না। রেলের প্রজেক্ট প্ল্যানিং অনুযায়ী ভাবাদিঘি গ্রামের বিখ্যাত দিঘির উপর লাইন নিয়ে যাওয়ার কথা। কিন্তু পরিবেশের দিকে তাকিয়ে এখানকার গ্রামবাসীরা ভবাদিঘি বাঁচাতে আন্দোলন শুরু করে। আর তাতেই থমকে গিয়েছে প্রকল্পের কাজ।
এই গ্রামের মানুষের বক্তব্য, রেল প্রকল্প হোক কিন্তু, ভবাদিঘিকে বাঁচিয়ে। এটাই গ্রামের একমাত্র দিঘি, এর জলই ভরসা এখানকার মানুষের। সেইসঙ্গে এলাকার পরিবেশ ঠিক রাখার জন্য ভবাদিঘির বিন্দুমাত্র ক্ষতি হতে দিতে রাজি নয় এলাকাবাসী।
advertisement
advertisement
জানা গিয়েছে, এই গ্রামে প্রায় ২০০ টি পরিবার বসবাস করে। প্রতিটি পরিবারের ১০ থেকে ১৫ টি হাঁস আছে। তাদের ডিম বিক্রি করে রোজগার করে এখানকার মানুষ। সেই হাঁসেরা দিঘির জলে চড়ে বেড়ায়। এছাড়াও ভবাদিঘিতে মাছ চাষ করে বছরের ৬ মাস সংসার চলে। আর তাই কোনমতেই রেলের দাবির কাছে মাথা নোয়াতে রাজি নয় গ্রামবাসীরা।
advertisement
এই পরিস্থিতিতে রেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন গ্রামবাসীরা। ভবাদিঘির ক্ষতি করে কোনও কাজ করতে দেওয়া হবে না বলে একযোগে জানিয়েছেন তাঁরা। সেইসঙ্গে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে বলেও জানান এই গ্রামের মানুষ।
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 5:03 PM IST