Hooghly News: শ্মশানের উপর দিয়ে জল প্রকল্পের রাস্তা, গ্রামবাসীদের ক্ষোভের মুখে বেচারাম
- Published by:kaustav bhowmick
Last Updated:
গ্রামের শ্মশানের উপর দিয়ে তৈরি হচ্ছে জল প্রকল্পের রাস্তা। অভিযোগ, গ্রামের কাউকে কিছু না জানিয়েই এই রাস্তা তৈরি শুরু হয়েছে। আর তাতেই ক্ষুদ্ধ এলাকার মানুষ।
হুগলি: শ্মশানের উপর দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। আর তাতেই ক্ষোভে সেটা পড়লেন গ্রামবাসীরা। ভদ্রেশ্বরের বিঘাটি পঞ্চায়েতের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, এইভাবে রাস্তা তৈরি হলে গ্রামের একমাত্র শ্মশানটি নষ্ট হয়ে যাবে।
হুগলির এই গ্রামের শ্মশানের উপর দিয়ে তৈরি হচ্ছে জল প্রকল্পের রাস্তা। অভিযোগ, গ্রামের কাউকে কিছু না জানিয়েই এই রাস্তা তৈরি শুরু হয়েছে। আর তাতেই ক্ষুদ্ধ এলাকার মানুষ।
বিঘাটি পঞ্চায়েতের পড়লা এলাকায় রয়েছে ওই শ্মশানটি। অদূরেই চলছে জল প্রকল্পের কাজ। সেই জল প্রকল্পে যাওয়ার জন্য রাস্তার প্রয়োজন। আর তাই শ্মশানের উপর দিয়েই রাস্তা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। শ্মশানের উপর দিয়ে রাস্তা তৈরির কারণে ক্ষুদ্ধ গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে। তিনি এই জলপ্রকল্পের শিলান্যাস করতে এসেছিলেন। যদিও বেচারাম মান্না দাবি করেন, গ্রামবাসীদের ক্ষোভের সমাধান ইতিমধ্যেই করা হয়েছে।
advertisement
advertisement
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, গ্রামের এটাই একমাত্র শ্মশান। শবদাহ করার জন্য গ্রামের প্রতিটি মানুষকে এই শ্মশানের উপরই নির্ভর করতে হয়। জল প্রকল্পের জন্য রাস্তা হোক তা ভালো কথা। কিন্তু তার জন্য শ্মশানকে কোনভাবেই নষ্ট করা যাবে না।
advertisement
বিঘাটি পঞ্চায়েতের প্রধান বলেন, গ্রামবাসীদের সঙ্গে কথা চলছে। গ্রামের কিছু মানুষই এই রাস্তা তৈরির জমি দান করেছে। রাস্তা শ্মশানের পাশ দিয়ে হবে, তা মোটেও শ্মশানের উপর দিয়ে আসবে না।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 2:33 PM IST