Hooghly News: পাখিদের ভালো রাখতে গাছে গাছে ঘর বানিয়ে দিচ্ছেন রেঞ্জার

Last Updated:

বাঁশের ঘর তৈরি করে সেগুলো গাছে গাছে লাগিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে একটা সুন্দর বাসা পেয়ে পাখিরা সেখানে অনেকটাই নিরাপদে থাকতে পারবে।

+
title=

হুগলি: পাখিদের ভালো রাখতে একের পর এক ঘর বানাচ্ছে মানুষ! জঙ্গলের নিজস্ব পরিবেশে পাখিরা যাতে ভালোভাবে থাকতে পারে তার জন্য বিশেষ উদ্যোগ আরামবাগের নতুন ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলামের। তিনি উদ্যোগ নিয়ে জঙ্গলের গাছে গাছে পাখিদের জন্য তৈরি করে দিচ্ছেন বাসা।
হুগলির আরামবাগ ফরেস্ট রেঞ্জের অন্তর্গত পাঁচটি বনভূমি আছে। চাঁদুর, ভাদুর, বাবলা, পার আদ্রা এবং রাঙামাটির প্রাকৃতিক পরিবেশকে আরও সুন্দরভাবে সাজানোর উদ্যোগ নিয়েছেন রেঞ্জার। গত কয়েকদিন ধরে তাঁর উদ্যোগে গাছে গাছে পাখিদের জন্য বাসা তৈরি শুরু হয়েছে। বাঁশের ঘর তৈরি করে সেগুলো গাছে গাছে লাগিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে একটা সুন্দর বাসা পেয়ে পাখিরা সেখানে অনেকটাই নিরাপদে থাকতে পারবে।
advertisement
advertisement
ফরেস্ট রেঞ্জারের মতে, বাঁশের তৈরি পাখিদের এই ঘরগুলো ঝড়-বৃষ্টিতে নষ্ট হওয়া বা উড়ে চলে যাওয়ার সম্ভাবনা আগের থেকে অনেকটা কমে যাবে।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সামনেই কালবৈশাখীর মরসুম আসছে। তারপর শুরু হবে বর্ষা। তাতে যদি পাখিদের জন্য তৈরি এই বাসাগুলো ভালোভাবে টিকে যায় তাহলে আগামী দিনে আরও বেশি করে এই ধরনের ঘর বানিয়ে দেওয়া হবে।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পাখিদের ভালো রাখতে গাছে গাছে ঘর বানিয়ে দিচ্ছেন রেঞ্জার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement