Birbhum News: বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা বক্রেশ্বর, প্রথম পাঁচে বাংলার আরও দুই

Last Updated:

একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত বিদ্যুতের পরিমাণের নিরিখে ২০২১-২০২২ অর্থবর্ষে দেশে তৃতীয় স্থান দখল করেছিল বীরভূমের বক্রেশ্বর। পরের বছর অর্থাৎ ২০২২-২০২৩ অর্থবর্ষে মোট উৎপাদন ক্ষমতার ৯২.৩৮ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করল

বীরভূম: দেশের সেরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্বীকৃতি পেল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। তবে শুধু যে বক্রেশ্বর সেরার তালিকায় জায়গা পেয়েছে তা নয়, সূত্রের খবর প্রথম পাঁচে আছে রাজ্যের আরও দু'টি তাপবিদ্যুৎ কেন্দ্র। সাঁওতালডিহি এবং সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র‌ও বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে।
বিদ্যুৎ উৎপাদনে পিএলএফের (প্ল্যান্ট লোড ফ্যাক্টর) অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত বিদ্যুতের পরিমাণের নিরিখে ২০২১-২০২২ অর্থবর্ষে দেশে তৃতীয় স্থান দখল করেছিল বীরভূমের বক্রেশ্বর। পরের বছর অর্থাৎ ২০২২-২০২৩ অর্থবর্ষে মোট উৎপাদন ক্ষমতার ৯২.৩৮ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে সেই বক্রেশ্বর।
advertisement
advertisement
বাংলায় যত বিদ্যুৎ উৎপাদন হয় তার ৯৭ শতাংশ‌ই এসে থাকে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। আর তাই রাজ্যের তিনটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দেশের মধ্যে প্রথম পাঁচে জায়গা করে নেওয়াটাকে নিঃসন্দেহে বড় সাফল্য বলে মনে করছেন বিদ্যুৎ দফতরের কর্তারা। বক্রেশ্বরে মোট পাঁচটি ইউনিট আছে। একটি ইউনিট ২৪ ঘণ্টা চালু থাকলে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। প্রতি ঘণ্টায় কয়লা লাগে ১১০ টন৷ বক্রেশ্বর কর্তৃপক্ষের দাবি, যদি কয়লার জোগান ঠিকঠাক থাকে তাহলে তাঁরা ধারাবাহিকভাবে দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী।
advertisement
শুভদীপ পাল
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা বক্রেশ্বর, প্রথম পাঁচে বাংলার আরও দুই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement