হোম /খবর /হুগলি /
গ্রামের রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

Hooghly News: 'পাঁচ বছরে গ্রামের কোন‌ও উন্নয়ন হয়নি', ক্ষোভে ফুঁসছে গোঘাটের মান্দারণ

X
title=

খারাপ রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তাঁদের নিশানায় পঞ্চায়েতের কর্তারা

  • Share this:

হুগলি: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই গ্রামের রাস্তাঘাট, নালা নর্দমা সহ নানান কিছু নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছে মানুষ। হুগলির গোঘাট-২ ব্লকের মান্দারণ পঞ্চায়েতের গ্রামবাসীদের অবস্থাও তাই। তাঁদের অভিযোগ গত পাঁচ বছরে এলাকায় কোন‌ও উন্নয়ন হয়নি, যা উন্নয়ন হয়েছে তা শুধুমাত্র তৃণমূল নেতাদের!

গ্রামবাসীদের দাবি, এই পঞ্চায়েত এলাকার পথঘাট সারা বছরই বেহাল অবস্থায় পড়ে থাকে। রাস্তায় বড় বড় গর্ত, বৃষ্টি হলেই জল জমে যায়। এমনই অবস্থা যে এই রাস্তা দিয়ে সাইকেল-বাইক নিয়ে চলাচল করা অত্যন্ত কঠিন। শীতকালের রাস্তা দিয়ে কেউ গেলেই পাউডারের মত ধুলো ওড়ে। রাস্তা সরাইয়ের বিষয়ে পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোন‌ও লাভ হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ‌।

আরও পড়ুন: শক্তিনগরে অন্তর্জাতিক যোগাসনের আসর, ভিয়েতনাম থেকে এলেন প্রতিযোগীরা!

এদিকে এলাকার তৃণমূল নেতাদের দাবি, যথেষ্ট উন্নয়নের কাজ হয়েছে। কিন্তু বিরোধীরা কুৎসা রটানোর জন্য মিথ্যা কথা বলছে। এদিকে বিজেপির দাবি, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কাঠমানি খেয়ে সমস্ত টাকা উড়িয়ে দিয়েছে। তারা ক্ষমতায় এলে উন্নয়ন কাকে বলে দেখিয়ে দেবেন বলেও জানান।

শুভজিৎ ঘোষ

Published by:Kaustav Bhowmick
First published:

Tags: Hooghly news, Panchayat Election 2023, Rural Development