Uttarkashi Tunnel Rescue: বাড়ি ফিরলেন উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে পড়া জয়দেব-সৌভিক, আনন্দে আত্মহারা পরিবার
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Uttarkashi Tunnel Rescue: অবশেষে শনিবার রাতে পুড়শুড়া জয়দেব পারামানিক ও সৌভিক পাখিরা বাড়িতে ফিরেছেন। প্রতিবেশী থেকে পরিবারের পরিজনদের উন্মাদনার শেষ নেই।
পুরশুড়া: ছেলেদের মুক্তির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন আবার কেউ বা আকাশে আতশবাজি ফাটিয়েছেন। মহিলারা শঙ্খধ্বনি করেছেন। কিন্তু ১৭ দিন ধরে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে শুধু প্রার্থনাই করে গেছেন। টানা ১৭ দিন ধরে উত্তরকাশীর সুরঙ্গেতে আটকে থাকা ছেলে মুক্তি পেয়েছে। সারা দেশ জুড়ে উৎসাহের শেষ নেই।
ফেসবুকের পাতায় পাতায় ভারতের তেরঙ্গায় উড়ছে মুক্তির আনন্দ । আর সেই মুক্তির পর কবে বাড়ি আসবে হুগলির দুই ছেলে। অবশেষে শনিবার রাতে পুড়শুড়া জয়দেব পারামানিক ও সৌভিক পাখিরা তাদের বাড়িতে ফিরেছেন। প্রতিবেশী থেকে পরিবারের পরিজনদের উন্মাদনার শেষ নেই। তাদেরকে প্রত্যেককে সংবর্ধনা দিচ্ছেন বাসিন্দারা। এ যেন কান্না শেষে হাসির জোয়ার গোটা হুগলি জেলা জুড়ে।
advertisement
আরও পড়ুন- বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?
advertisement
এই বিষয়ে ওই দুই ইঞ্জিনিয়ার জানান, উত্তর কাশীর সুরঙ্গেতে কাজ করতে গিয়ে ৪১ জন শ্রমিক আটকে গিয়েছিল। কীভাবে ওই সুরঙ্গ থেকে বের হব প্রতিটি দিন কান্না আর প্রত্যেকের চিৎকার সুরঙ্গে দিয়ে বেরিয়ে এসেছে। আমাদের সকলেই মনোবল মজবুত ছিল এই সুরঙ্গ থেকে আমরা ঠিক মুক্তি পাবই। যদিও এখন সৌভিক এবং জয়দেব স্বাভাবিক সুস্থই রয়েছেন।দুই পরিবারের সদস্যদের আনন্দে মাতোয়ারা হয়ে ছেলেদেরকে বুকে জড়িয়ে ধরছেন পরিবারের আত্মীয়রা।
advertisement
শুধু তাই নয়, তাদের এই সাহসিকতা দেখে গোটা গ্রাম জুড়ে তাদেরকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন সকলে। সব মিলিয়ে তাদের বাড়ি আসার পরেই গোটা জেলা জুড়ে আনন্দে ভরে উঠেছে এলাকা।
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Dec 03, 2023 3:05 PM IST










