Hooghly News: হাসপাতালে দমকলের বিশেষ প্রশিক্ষণ শিবির, নার্স ও কর্মীরা হাতে কলমে শিখলেন আগুন নেভানো

Last Updated:

Hooghly News: দমকল বাহিনীর উদ্যোগে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে হয়ে গেল এক প্রশিক্ষণ শিবির।

+
দমকলের

দমকলের বিশেষ প্রশিক্ষণ 

আরামবাগ: দমকল বাহিনীর উদ্যোগে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে হয়ে গেল এক প্রশিক্ষণ শিবির। যে কোনওরকম পরিস্থিতিতে অগ্নি সংযোগের ঘটনার মোকাবিলা করতে আরামবাগের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হল এই প্রশিক্ষণ শিবির।
এ দিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার দেবতোষ দাস, নার্স এবং কর্মীরা। দমকল বিভাগের আধিকারিক পিনাকী দাসের উদ্যোগে এই কর্মসূচি হয়। জানা যায় হাসপাতাল এবং বাড়িতে বিভিন্ন সময় আগুন লাগার ঘটনা ঘটে।
advertisement
কিন্তু কী ভাবে আগুনকে নিয়ন্ত্রণে আনার অনেক পদক্ষেপ দেন। এমন কী কোনওরূপ কারো সাহায্য না নিয়ে তড়িঘড়ি নিজের সাহসের মধ্য দিয়ে অগ্নিসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে দ্রুত। মেডিক্যাল কলেজে অনেক নতুন নার্স থেকে কর্মী সকলকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement
মেডিকেল কলেজের নার্সরা জানিয়েছেন অন্য কোন মানুষের সাহায্য ছাড়া নিজেই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে। যখন যে মুহূর্তে পরিস্থিতিতে আগুন লাগবে তাতে করে নিজেকে ভয়-ভীতি কাটিয়ে অগ্নিগর্ভ নিয়ন্ত্রণে আনার প্রশিক্ষণ দেন। তারা সকলেই প্রশিক্ষণকে সাধুবাদ জানিয়েছেন।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হাসপাতালে দমকলের বিশেষ প্রশিক্ষণ শিবির, নার্স ও কর্মীরা হাতে কলমে শিখলেন আগুন নেভানো
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement