advertisement

Saraswati Immersion|| চুঁচুড়ার ঐতিহ্যপূর্ণ সরস্বতী শোভাযাত্রা, কেন হয় আয়োজন? জানুন ঐতিহ্যের কথা

Last Updated:

Saraswati Puja 2023: চুঁচুড়া শহরে বহু বছর ধরে হয়ে আসছে সরস্বতী শোভাযাত্রা। এই শোভাযাত্রায় পুজো উদ্যোক্তারা সুন্দর সুসজ্জিত বাগদেবী সরস্বতীর ট্যাবলো বানিয়ে আলোকসজ্জার সঙ্গে প্রতিমা নিরঞ্জন করেন।

+
title=

হুগলি: চুঁচুড়া শহরে বহু বছর ধরে হয়ে আসছে সরস্বতী শোভাযাত্রা। এই শোভাযাত্রায় পুজো উদ্যোক্তারা সুন্দর সুসজ্জিত বাগদেবী সরস্বতীর ট্যাবলো বানিয়ে আলোকসজ্জা সঙ্গে নিয়ে প্রতিমা নিরঞ্জনের জন্য বের হন।
কার্নিভালের আকারে হয়ে আসছে হুগলির চুঁচুড়ার ঐতিহ্যবাহী সরস্বতী শোভাযাত্রা। মূলত শিল্পীদের কাজের পরিসরের অগ্রগতি ঘটানোর জন্যই এই প্রয়াস বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরস্বতীর শোভাযাত্রা দেখার জন্য বহু মানুষের ভিড় জমে রাস্তার দু'ধারে। উৎসবে মাতোয়ারা বাঙালি সরস্বতী পূজার শোভাযাত্রা দেখতে গেলে আসতে হবে হুগলির সদর শহর চুঁচুড়ায়।
আরও পড়ুনঃ মধ্যরাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে ছিল সুজয়, বাড়ি ফিরে রহস্যমৃত্যু! তোলপাড় শান্তিপুর
মোবাইল ইন্টারনেটের যুগে খানিকটা পিছিয়ে পড়েছে চুঁচুড়ার ঐতিহ্যপূর্ণ সরস্বতী শোভাযাত্রা। আগে একটা সময় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করত পঞ্চাশের বেশি পুজো উদ্যোক্তারা। বর্তমানে তা কমতে কমতে এসে দাঁড়িয়েছে কুড়িটিতে। এই বছর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে মাত্র কুড়িটি পুজো কমিটি। তবে সরস্বতী বিসর্জন দেখার জন্য স্থানীয় মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তার দু'ধারে বহু মানুষের জমায়েত হয় এ দিন সন্ধ্যায়। প্রতিটি পুজো কমিটি সুসজ্জিত ট্যাবলো ও আলোকসজ্জা নিয়ে রাস্তায় বের হয়। সন্ধ্যে থেকে শুরু করে মধ্যরাত্তির পর্যন্ত চলে শোভাযাত্রা প্রতিযোগিতা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আগামী ২৪ ঘণ্টা কেমন থাকবে পুরুলিয়ার আবহাওয়া? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তরুণ কুমার ঘোষ বলেন, কী ভাবে এই সরস্বতী শোভাযাত্রার সূচনা হয়েছে তা হয়তো কারও জানা নেই। তিনি জন্ম থেকেই দেখছেন সরস্বতীর শোভযাত্রা। মূলত, চন্দননগর, চুঁচুড়া, ব্যান্ডেলে হস্তশিল্পীদের এক বড় অংশের বসবাস। সরস্বতী পুজোতে নিজেদের হাতে বানানো ট্যাবলো মানুষের সামনে নিয়ে এসে নিজেদের কাজের প্রদর্শন করেন শিল্পীরা। এই শোভাযাত্রা থেকে অনেক শিল্পীদেরই পরবর্তী কাজের বায়না আসে। বর্তমান প্রজন্ম শোভাযাত্রা থেকে অনেক পিছিয়ে পড়ছে। যদি কোনওরকম সহায়তা মেলে তাহলে আগামী দিনে আরও উজ্জীবিত করা যাবে।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Saraswati Immersion|| চুঁচুড়ার ঐতিহ্যপূর্ণ সরস্বতী শোভাযাত্রা, কেন হয় আয়োজন? জানুন ঐতিহ্যের কথা
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement