Titas Sadhu in WPL: ‘অনেক কিছু শিখতে পারব, সুযোগ পেলে দলে জায়গা ধরে রাখার চেষ্টা করব’: তিতাস সাধু

Last Updated:

নতুন ফ্রাঞ্চাইজিতে এসে নিজের লক্ষ্যে আরও দৃঢ় তিতাস। চুঁচুড়ার মাঠে অনুশীলন করতে করতে আগাম প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।

+
‘অনেক

‘অনেক কিছু শিখতে পারব, সুযোগ পেলে দলে জায়গা ধরে রাখার চেষ্টা করব’: তিতাস সাধু

হুগলি: উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লির হয়ে বল করতে নামবেন তিতাস সাধু। ২৫ লক্ষ টাকা দিয়ে WPL-এর প্রথম অকশনে তিতাসকে তুলে নিয়েছে দিল্লি ক্যাপটালস। নতুন ফ্রাঞ্চাইজিতে এসে নিজের লক্ষ্যে আরও দৃঢ় তিতাস। চুঁচুড়ার মাঠে অনুশীলন করতে করতে আগাম প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।
একদিকে যখন নিলামপর্ব চলছে, তখন চুঁচুড়ার মাঠে অনুশীলন করতে ব্যস্ত ছিলেন তিতাস সাধু। দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নিয়েছে, মোবাইলে দেখার পর উৎফুল্ল হয়ে ওঠেন তিতাস ও তার কোচ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন জোরে বোলার তিতাস। ফাইনালে তাঁর বোলিং ইকনমি রেট ছিল দুর্দান্ত। চার ওভার বল করে ছয় রান দিয়ে দু’উইকেট পেয়েছিলেন তিতাস। সেই পারফরম্যান্সেই আইপিএল-এর দরজা খুলে দিল বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
তিতাস জানান, ‘‘একটা উত্তেজনা আগের থেকেই ছিল। ছোটবেলা থেকেই আইপিএল দেখে বড় হয়েছি। এখন খুবই ভাল লাগছে একটা বড় ফ্র্যাঞ্চাইজির সদস্য হতে পেরে।’’ তাঁর দুশ্চিন্তা ছিল দল পাবেন কি না। নতুন দল পেয়ে অনেকটাই হালকা লাগছে। তিতাস বলেন, ‘‘এবার অনুশীলন করতে হবে ভাল খেলার জন্য। দলে অনেক বিদেশি প্লেয়ার থাকায় তারা কীভাবে স্ট্র্যাটেজি তৈরি করে সেগুলো শেখা যাবে। সুযোগ পেলে দলে জায়গা ধরে রাখার চেষ্টা করব।’’
advertisement
তিতাসের কোচ প্রিয়ঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘খুব ভাল সুযোগ তিতাসের কাছে। ভাল খেলোয়াড়দের সঙ্গে মিশবে, তাঁদের মানসিকতা জানতে পারবে। আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে খেললে অভিজ্ঞতা বাড়ে। কত টাকা পেল সেটা বড় কথা নয় ৷ খেলার সুযোগ পাবে এটাই বড় বিষয়।’’
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Titas Sadhu in WPL: ‘অনেক কিছু শিখতে পারব, সুযোগ পেলে দলে জায়গা ধরে রাখার চেষ্টা করব’: তিতাস সাধু
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement