Hooghly News: গোঘাটে এক চত্বরে তিন বিদ্যায়তন, চরম বিশৃঙ্খলা শিক্ষাঙ্গনে

Last Updated:

একদিকে কলেজ এবং এনসিসি বিভাগ ঠিক অন্যদিকে একই চত্বরে বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু বাউন্ডারি না থাকার জন্য ছাত্র-ছাত্রীরা পঠন পাঠন থেকে বিদ্যালয়ে আসা অনিয়ম হচ্ছে গোঘাটের বেঙাইয়ে।

+
স্কুল 

স্কুল 

গোঘাট: একই জায়গায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু প্রবেশ পথ মাত্র একটা। এমনকি বাউন্ডারিও নেই , এর ফলে চরম সমস্যায় পড়েছেন স্কুলের শিক্ষক, অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা। হুগলির গোঘাটের বেঙাই হাইস্কুলে ঘটনা। জানা যায় একদিকে কলেজ এবং এনসিসি বিভাগ ঠিক অন্যদিকে একই চত্বরে বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে।কিন্তু বাউন্ডারি না থাকার জন্য ছাত্র-ছাত্রীরা পঠন পাঠন থেকে বিদ্যালয়ে আসা অনিয়ম হয়ে যাচ্ছে।কলেজ পড়ুয়া কিংবা স্কুলের ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে এলে বোঝা যাচ্ছেনা । ক্লাস ফাঁকি দিয়ে আড্ডার প্রবণতা বাড়ছে, যার ফলে  বিশৃঙ্খলা তৈরি হয়েছে বিদ্যালয় চত্বরে। আর রীতিমতো এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক থেকে অভিভাবকরাও।
স্কুলের প্রধান শিক্ষক জানান  এই স্কুলের পরিকাঠামো দিক থেকে অন্যান্য স্কুলের থেকে অনেকটাই এগিয়ে। কিন্তু দীর্ঘদিন ধরে বাউন্ডারি এবং একটি গেট থাকার ফলে পড়াশুনা ব্যাহত হচ্ছে বিদ্যালয়ে। কারণ কলেজের ছেলে মেয়েদের সঙ্গে মিশে স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়ছে। বারবার বিষয়টি নিয়ে জানানো হলেও কোন কাজের কাজ হয়নি। প্রশাসন যদি স্কুলে বাউন্ডারি করে তাহলে হয়তো অনেকটাই উপকৃত হবে ছেলেমেয়েরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সব মিলিয়ে এখন দেখার আদৌ কি ওই শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারি দেবে প্রশাসন না এভাবেই চরম বিশৃঙ্খলার মধ্য দিয়েই চলবে বিদ্যালয়।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: গোঘাটে এক চত্বরে তিন বিদ্যায়তন, চরম বিশৃঙ্খলা শিক্ষাঙ্গনে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement