TET Scam: নিয়োগ দুর্নীতির টাকায় তৈরি হয়েছে সিনেমা? এ বার ইডির হাতে আটক চুঁচুড়ার বিনিয়োগকারী

Last Updated:

TET Scam: প্রোমোটারির পাশাপাশি বিভিন্ন সিনেমায় ইনভেস্টার হয়ে কাজ করেছেন অয়ন। নিয়োগ দুর্নীতির টাকায় তাঁর প্রোমোটিং ও সিনেমায় ইনভেস্টমেন্ট কি না, তা নিয়েই তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়।

মাঝে বসে হলুদ গেঞ্জি পরা অয়ন
মাঝে বসে হলুদ গেঞ্জি পরা অয়ন
হুগলি: টানা ১১ ঘণ্টা তল্লাশির পর অবশেষে ইডির হাতে আটক শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। চুঁচুড়ার ফ্ল্যাট থেকে তাঁকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে নেওয়া হয় বেশ কিছু ফাইল ও নথিপত্র। গাড়িতে মাঝখানের সীটে বসিয়ে কেন্দ্রীয় বাহিনী পাহারায় তাকে নিয়ে যাওয়া হয় অয়নকে।
সূত্রের খবর, চুঁচুড়ার এবিএস টাওয়ারের আবাসনে শান্তনুর ফ্ল্যাট আছে। ওই ফ্ল্যাটের পাশেই ছিল অয়নের ফ্ল্যাট। প্রোমোটারির পাশাপাশি বিভিন্ন সিনেমায় ইনভেস্টার হয়ে কাজ করেছেন অয়ন। নিয়োগ দুর্নীতির টাকায় তাঁর প্রোমোটিং ও সিনেমায় ইনভেস্টমেন্ট কি না, তা নিয়েই তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। নথিপত্র ও ফাইলপত্র ঘেঁটে বেশ কিছু অসংগতি খুঁজে পান তদন্তকারী আধিকারিকরা। সেই কারণেই তাঁকে আটক করে সিজিওতে নিয়ে যাওয়া হচ্ছে।
advertisement
শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ চুঁচুড়ার জগুদাস পারা ফ্ল্যাটে ঢোকেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখান বেশ তাঁরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে তল্লাশি চালান। তালা ভাঙতে ডাকা হয় চাবিওয়ালা ববি পালকে। শান্তনুর ফ্ল্যাট থেকে রাত আটটা নাগাদ বেরিয়ে যান ববি।
advertisement
advertisement
ববি প্রায় আট ঘন্টা ফ্ল্যাটে ছিলেন। বেরিয়ে যাওয়ার সময় তিনি জানান, আলমারি, দরজা, ড্রয়ারের মিলিয়ে মোট ছ'সাতটা তালা খোলা হয়েছে। কয়েকটি স্মার্ট ডোর লকও খোলানো হয় তাঁকে দিয়ে। এরপ রেই রাত ন'টা নাগাদ অয়নকে আটক করে নিয়ে যায় ইডি। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি অয়ন।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
TET Scam: নিয়োগ দুর্নীতির টাকায় তৈরি হয়েছে সিনেমা? এ বার ইডির হাতে আটক চুঁচুড়ার বিনিয়োগকারী
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement