Hooghly News: দিনের পর দিন নাবালিকা ছাত্রীর উপরে যৌন নির্যাতন! অবশেষে পুলিশের হাতে গ্রেফতার শিক্ষক

Last Updated:

অভিযুক্তের শাস্তি দাবি করেছে নাবালিকার পরিবার। বলাগড় থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পসকো মামলা দায়ের হয়েছে।

প্রতিকী চিত্র 
প্রতিকী চিত্র 
হুগলি: নাবালিকা ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক। অভিযোগ পেতেই পুলিশের হতে গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে হুগলির গুপ্তিপাড়া চরকৃষ্ণবাটি এলাকায়। রবিবার ধৃত শিক্ষককে চুঁচুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ওই শিক্ষক বলাগড়ের একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন। স্কুলের শিক্ষকতার পাশাপাশি ক্রিকেট কোচিং-এর অ্যাকাডেমিও চালান তিনি। গত ২ বছর ধরে নির্যাতিতা বছর ১৫-এর ওই নাবালিকা তাঁর কাছে প্রাইভেট টিউশন পড়ত। পাশাপাশি, ক্রিকেটে শিখত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা নেই, তাই মামার বাড়িতেই থেকেই বড় হচ্ছে সে।
advertisement
আরও পড়ুন: নিঃসন্তান মেয়ের কোলে সন্তান তুলে দিতে একী ভয়ঙ্কর কাণ্ড বাঁধালেন মা! সিনেমার গল্পও হার মানবে
নাবালিকার মামার অভিযোগ, গত এক বছর ধরে ভয় দেখিয়ে তাঁর ভাগ্নির উপরে যৌন নির্যাতন চালিয়েছে অভিযুক্ত। মাস খানেক আগে জোর করে আবারও নির্যাতন করে। বিষয়টি জানাজানি হতে স্থানীয় ভাবে মেটানোর চেষ্টা করা হয়। তবে কোনও নিষ্পত্তি না হওয়ায় গত শনিবার রাতে গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
advertisement
advertisement
নাবালিকার মামা জানান, তার ভাগ্নিকে মোবাইল ফোন কিনে দিয়েছিলেন ওই শিক্ষক। সেই মোবাইলেই একাধিক খারাপ মেসেজ পাঠাতেন উনি। এখানেই শেষ নয়, দীর্ঘ এক বছর ধরে নানা রকম ভাবে শারীরিক নির্যাতন চালাতেন নাবালিকার উপরে। ‌যদিও অভিযুক্ত শিক্ষকের স্ত্রীয়ের দাবি, মোবাইলের মেসেজ করে তাঁর স্বামীকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: সোমবার থেকেই তৃণমূলের মহাকর্মসূচি! নবজাগরণ যাত্রা শুরু করছেন অভিষেক
অভিযুক্তের শাস্তি দাবি করেছে নাবালিকার পরিবার। বলাগড় থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পসকো মামলা দায়ের হয়েছে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: দিনের পর দিন নাবালিকা ছাত্রীর উপরে যৌন নির্যাতন! অবশেষে পুলিশের হাতে গ্রেফতার শিক্ষক
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement