Hooghly News: হারিয়ে যাচ্ছে বট অশ্বত্থ, ছায়াপ্রদানকরী গাছ লাগানোর বার্তা পরিবেশপ্রমীর
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
বিশ্ব পরিবেশ দিবসে যিনি গাছ বাঁচাতে সবাইকে উদ্বুদ্ধ করতে নিজে বাগান তৈরি করছে
গোঘাট: হারিয়ে যাচ্ছে বট অশ্বত্থ, ছায়াপ্রদানকরী গাছ লাগানোর বার্তা পরিবেশপ্রমীর। যিনি সবাইকে উদ্বুদ্ধ করতে নিজে বাগান তৈরি করছেন। হুগলির গোঘাটের শ্যামবাজারের বাসিন্দা তারকনাথ গায়েন। তিনি পরিবেশকে রক্ষা করছেন এবং নিজের বাগানে গাছ তৈরীর পাশাপাশি বিলুপ্ত হতে বসা য়া গাছগুলি বাঁচানোর জন্য রেখে দিচ্ছি।
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিমানুষের পরিবেশ রক্ষা করা খুবই প্রয়োজন। এজন্য সমাজের সকল মানুষের গাছ লাগানোর বার্তা দেন পাশাপাশি সমাজের অবক্ষয় রোধকে রক্ষা করার জন্য যুব সমাজকে আহ্বান জানান এবং সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য মানুষের কাছে আবেদন করেন।
আরও পড়ুন ঃ ‘পৌঁছে ফোন দিও’, বাড়ির অমতে বিয়ে রোহিত-সুনীতার, অভিশপ্ত ট্রেনে শেষ সংসারের স্বপ্ন
এই বিষয়ে তারকনাথ বাবু জানান, বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে তিনি একটাই বার্তা দিতে চান যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে তার ফলে জীবনের বাস্তুতন্ত্র অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। তাই সকল মানুষের কাছে আবেদন করেন গাছ লাগাতে তার ফলে পরিবেশ থেকে সকলে অক্সিজেন পাব। কীটনাশক কমিয়ে জৈব সার উপর ব্যবহার করলে তাহলে প্রত্যেকটা মানুষের শরীর সুস্থ এবং ভালো থাকবে এবং গাছ লাগালে বেঁচে থাকার জন্য পরিবেশ পাবে।
advertisement
advertisement
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2023 7:21 PM IST